Durgapur: ‘দাদা আপনার টাকা পড়ে গিয়েছে’ ঘুরে তাকাতেই ১ লক্ষ টাকা নিয়ে ধাঁ পকেটমার

Jayanta Biswas | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 02, 2024 | 5:24 PM

Durgapur: জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন কর্মী জ্যোতিষ দাস। তিনি দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের বাসিন্দা। শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ বেনাচিতি বাজারের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে বাড়ির কাজ করানোর জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকা তুলেছিলেন।

Durgapur: দাদা আপনার টাকা পড়ে গিয়েছে ঘুরে তাকাতেই ১ লক্ষ টাকা নিয়ে ধাঁ পকেটমার
জ্যোতিষ দাস
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দুর্গাপুর: ব্যাঙ্ক থেকে বেরচ্ছিলেন। টাকা তুলে সেখান থেকে বেরিয়েছেন। তখনই ঘটে গেল বিপদ। চোখের নিমেশে ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি বাজারে।

জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন কর্মী জ্যোতিষ দাস। তিনি দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের বাসিন্দা। শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ বেনাচিতি বাজারের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে বাড়ির কাজ করানোর জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকা তুলেছিলেন। টাকা তুলে থলিতে নিয়ে বেরনোর সময় অপরিচিত এক ব্যক্তি তাঁকে বলেন, “দাদা আপনার কিছু টাকা রাস্তায় পড়ে গিয়েছে।” তিনি ঘুরে দেখে বলেন, “এই টাকা আমার নয়। ব্যাঙ্কে ফেরত দিয়ে দিন।”

জ্যোতিষবাবুর দাবি, এই কথপোকথনের মাঝেই মিনিট খানেক সময়ের মধ্যেই তিনি লক্ষ্য করেন তার থলিতে রাখা ১ লক্ষ ৮০ হাজার টাকা উধাও। এরপর তিনি পুলিশে খবর দেন। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ আসে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ। জ্যোতিষবাবু বলেন, “ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছিলাম। সেই সময় একটা লোক এসে বলল দাদা আপনার টাকা পড়ে গিয়েছে। আমি ঘুরে তাকাতেই দেখলাম কিছু টাকা পড়ে রয়েছে। আমি দেখে বললাম এগুলো আমার নয়। এই কথোপকথনের মধ্যেই ওরা টাকা নিয়ে নিয়েছে। ইচ্ছা করেই কিছু টাকা ফেলে রেখেছিল যাতে চুরি করতে পারে।”

 

 

Next Article