আসানসোল: আসানসোলে এবার বিজেপি-র চমক ভোজপুরী তারকা গায়ক পবন সিং। লোকসভা নির্বাচন ২০২৪-এর জন্য প্রথম যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে বিজেপি-র পক্ষ থেকে, সেখানে রয়েছে বাংলার ২০ জন প্রার্থীর নাম। সেই তালিকায় দেখা যাচ্ছে, আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে ভোজপুরী গায়ক পবন সিং-কে।
দু’বছর আগে আসানসোলে উপনির্বাচন হয়। সেখানে তৃণমূলের পক্ষ থেকে অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে আসানসোল লোকসভা আসনে দাঁড় করিয়ে বড় জয়লাভ করে ঘাসফুল শিবির। শত্রঘ্ন বিজেপির অগ্নিমিত্রা পালকে পরাজিত করেন প্রায় ৩ লক্ষ ভোটে। অথচ, ২০১৪ সাল থেকে পর পর দু’দফায় আসনটি জিতেছিলেন বিজেপি-র হয়ে তৎকালীন সময়ে দাঁড়ানো বাবুল সুপ্রিয়ো। তবে উপনির্বাচনে আসনটি বিজেপি ধরে রাখতে পারেনি। শত্রুঘ্ন সিনহা তৃণমূলের হয়ে আসন ছিনিয়ে নেন। তাই এই আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিজেপি।
প্রসঙ্গত, আসানসোল লোকসভা আসনে হিন্দিভাষী ভোটার সংখ্যা প্রায় ৫০ শতাংশ। সেখানে ‘বিহারীবাবু’ শত্রুঘ্নকে দাঁড় করিয়ে হিন্দিভাষী ভোট টেনেছিল তৃণমূল। রাজনৈতিক মহলের ধারণা, তাই এবার হিন্দি ভাষী প্রার্থীই সেখানে দিল বিজেপি নেতৃত্ব। দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল, প্রথমে নাম উঠে এসেছিল আসানসোলের প্রাক্তন মেয়র বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির। তবে গুঞ্জন রয়েছে, অগ্নিমিত্রা পালের সঙ্গে সংঘাত রয়েছে জিতেনের। দু’টি গোষ্ঠী আলাদাভাবে বিভক্ত। তাই দ্বন্দ্ব এড়াতে বাইরে থেকেই প্রার্থী দেওয়া নিশ্চিত করেছে বিজেপি। এরপরই নাম উঠে আসছে এখন পবন সিং-এর।
এ নিয়ে, ভোজপুরী গায়ক নায়ক পবন সিং শুক্রবার একটি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপি সাংসদ তথা ভোজপুরী সুপারস্টার রবি কিষেন ও ভোজপুরী স্টার নিরুহাকে ধন্যবাদ জানিয়েছেন। প্রাথমিকভাবে, মনে করা হচ্ছে বিজেপি সাংসদ রবি কিষেন তাঁকে টিকিট পাইয়ে দিতে সাহায্য করেছেন। যদিও এই ধরনের চর্চাকে গুরুত্ব দিতে নারাজ পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়। তিনি বলেন, “দলটার নাম বিজেপি। এরকম কোনও বাংলা হিন্দি ভোজপুরী ভোটার অঙ্ক কষে প্রার্থী নির্বাচন করা হয় না। দল যাঁকে চাইবে তাঁকে প্রার্থী করা হবে।”