Asansol: পুরনিগমের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ৪০ লক্ষ সরকারি টাকা

Chandra Shekhar Chatterjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 30, 2024 | 5:21 PM

Asansol: পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, আসানসোলের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে আসানসোল পুরনিগমের অ্যাকাউন্ট আছে। গত ২৮ অক্টোবর সেই অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা উধাও হয়ে যায়। পরে ব্যাঙ্ক ১২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, উধাও হওয়া টাকা গিয়েছে মধ্যপ্রদেশের জব্বলপুরে।

Asansol: পুরনিগমের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ৪০ লক্ষ সরকারি টাকা
আসানসোল পুরনিগম
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল: এবার সাইবার অপরাধের শিকার খোদ আসানসোল পুরনিগম। পুরনিগমের অ্যাকাউন্ট থেকেই উধাও হয়ে গেল ৪০ লক্ষ টাকা। আসানসোলের মেয়র বিষয়টি জানতে পারার পরই অভিযোগ দায়ের করার নির্দেশ দেন পুরনিগমের অর্থ বিভাগকে। ইতিমধ্যেই আসানসোল সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেছে আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ।

পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, আসানসোলের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে আসানসোল পুরনিগমের অ্যাকাউন্ট আছে। গত ২৮ অক্টোবর সেই অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা উধাও হয়ে যায়। পরে ব্যাঙ্ক ১২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, উধাও হওয়া টাকা গিয়েছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। সাইবার অপরাধের মাধ্যমে এই টাকা চুরি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

মেয়র আরও জানিয়েছেন, ব্যাঙ্কে মোবাইল নম্বর বদল করার জন্য একটি আবেদন জনা পড়েছিল। সেই বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়। পরে জানা যায়, পুরনিগমের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে। আসলে পুরনিগমের ভুয়ো লেটার প্যাডে ফোন নম্বর পরিবর্তন করার আবেদন করা হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি যতক্ষণে বোঝা গিয়েছে, ততক্ষণে টাকা চলে গিয়েছে অ্যাকাউন্ট থেকে।

এই খবরটিও পড়ুন

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সদর অরবিন্দ কুমার আনন্দ জানিয়েছেন, মঙ্গলবার রাতে মৌখিকভাবে তাদের জানানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ অনুযায়ী, তদন্ত করবে পুলিশ।

Next Article