Asansol: পা পিছলে যেতেই সোজা জলের গভীরে, অমর ঝরনা থেকে রাতে উদ্ধার হল নিথর দেহ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 25, 2023 | 8:44 AM

Asansol: বিয়ের প্রি ওয়েডিং শুটিং থেকে শুরু করে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে মাইথনের এই বিপজ্জনক অমর ঝরনা।

Asansol: পা পিছলে যেতেই সোজা জলের গভীরে, অমর ঝরনা থেকে রাতে উদ্ধার হল নিথর দেহ
অমর ঝরনা

Follow Us

আসানসোল : আনন্দ করতেই ঝরনার জলে নেমেছিলেন বন্ধুরা। কিন্তু এত বড় বিপদ অপেক্ষা করছে তা ভাবতে পারেননি তাঁরা। অমর ঝরনার সৌন্দর্য আকর্ষণ করে অনেককেই। কিন্তু তাতেই বিপদ বাড়ে। পশ্চিম বর্ধমানের আসানসোলের গোপালপুরের বাসিন্দা ছয় বন্ধু শুক্রবার বিকেলে মাইথনের অমর ঝরনায় স্নান করতে নেমেছিলেন। জলে নামার বেশ কিছুক্ষণ পরে তলিয়ে যান গোপালপুরের বাসিন্দা ২২ বছর বয়সী শুভঙ্কর দত্ত। কোনও রকমে বাঁশের সাহায্যে তলিয়ে যাওয়া এক যুবক ১৭ বছরের ধ্রুবজ্যোতিকে তোলা হয়। অসুস্থ অবস্থায় নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়। তবে কোনও খোঁজ পাওয়া যায়নি শুভঙ্করের।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশির ব্যবস্থা করে। শুভঙ্করের এক বন্ধু সোনু রায় জানান, মাইথন ঘুরতে এসেছিলেন তাঁরা। এই অমর ঝর্ণায় স্নান করতে নেমে হঠাৎই পা পিছলে যা দুজনের। গভীর জলে পড়ে যান তাঁরা। একজনকে উদ্ধার করা হলেও আর একজনকে উদ্ধার করা যায়নি।

তবে পরে দুজনকে পুলিশ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। তার মধ্যে একজনের মৃত্যু হয়। বিপজ্জনক ওই ঝরনার জল ধরে নৌকা চালকরা নৌকা নিয়ে তল্লাশি করেন। পরে শুভঙ্করকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে প্রশ্ন উঠেছে, বহুবার এমন ঘটনা ঘটা সত্ত্বেও প্রতিদিন এই ঝরনায় প্রচুর মানুষের সমাগম কেন হচ্ছে? বিয়ের প্রি ওয়েডিং শুটিং থেকে শুরু করে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে মাইথনের এই বিপজ্জনক অমর ঝরনা। কিন্তু প্রশাসনের তরফে সেখানে প্রবেশ নিষিদ্ধ করার কোনও ব্যবস্থা কেন নেই, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকী ডিভিসি কর্তৃপক্ষের থেকেও সতর্কতার ব্যবস্থা হয়নি।

Next Article