আসানসোল : ফের জিতেন্দ্র তেওয়ারিকে নাম না করে কটাক্ষ করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার পুরুলিয়ায় জনসংযোগ যাত্রায় অংশ নেন তিনি। সভা চলাকালীনই বৃষ্টি নামে। অভিষেক কর্মীদের ডি জোনে ঢোকার অনুমতি দেন। তখনই অভিষেক বলেন, “তৃণমূল একটি শৃঙ্খলাবদ্ধ দল। এত বিপর্যয়ের মধ্যেও দল চালাতে অসুবিধা হয়নি।” এই কথা প্রসঙ্গেই আসানসোলে কম্বল বিলিতে পদপিষ্ট হওয়ার ঘটনার কথা টানেন তিনি। তিনি বলেন, “তৃণমূল অন্য দলের মতো না। যেখানে বিশৃঙ্খলায় কম্বল বিলি করতে গিয়ে পদপিষ্ট হয়ে ৫ জনের মৃত্যু হয়।”
অভিষেকের কটাক্ষের রেশ টেনেই আবার তৃণমূল মুখপত্র কুনাল ঘোষ নিজের মত দেন। পাল্টা জবাব দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও। তিনি বলেন, “মানুষের ট্যাক্সের টাকায় ৮ হাজার পুলিশ নিয়ে আপনি সুশৃঙ্খল সভা করছেন। ভালো। কিন্তু কম্বল বিলিতে ৫ জন নয়। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।” তিনি আরও বলেন,”আপনারা হয়তো এটাই চেয়েছিলেন বেশি বেশি মানুষের মৃত্যু হোক। কারণ বাংলাকে ভালোবাসেন না। আপনারা তো লাশের রাজনীতি করেন। আপনাদের নেতা মিটিংয়ে পুলিশকে বোম মারুন বলে শৃঙ্খলা বজায় রাখেন। বাংলার মানুষকে কেন এভাবের কম্বল নিতে আসতে হচ্ছে সেটা আগে ভেবে দেখুন।”
এর আগে দুর্গাপুরে অভিষেক নাম না করে জিতেন্দ্র তিওয়ারিকে কয়লা চোর বলেছিলেন। এবার পুরুলিয়াতেও জিতেনের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক।