কলকাতা: জেলে গিয়ে বীরভূমের দাপুটে নেতাকে জেরা অনুমতি মিলেছে আগেই। এবার তাঁর জন্য ৫০টি প্রশ্নের প্রশ্নবাণ তৈরি করে ফেলেছে ইডি। ইতিমধ্যেই দিল্লি থেকে চলে এসেছেন গরুপাচার মামলার তদন্তকারী অফিসার। আজই আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরার সম্ভাবনা।
মেয়ে, দেহরক্ষী, হিসাবরক্ষক, ঘনিষ্ঠ ব্যবসায়ী, দফায় দফায় সকলকেই জিজ্ঞাসাবাদ করে নিয়েছেন তদন্তকারীরা। হাতে যা তথ্য এসেছে আদালতে জানিয়েছেন আধিকারিকরা। এবার সেই তথ্য তুলে ধরে কেষ্টকে জেলে গিয়ে জেরার অনুমতি আদায় করে নিয়েছেন ইডি। এবার প্রশ্নবাণ সাজিয়ে কেষ্টকে জেরা করতে প্রস্তুত আধিকারিকরা। সেই তোড়জোড় পুরো দমে শুরু দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সম্ভাব্য প্রশ্ন
গরুপাচারের বিপুল কালো টাকা কেষ্ট কোথায় সরিয়েছেন? জানতে মরিয়া ইডি। কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা বলছে, এখনও পর্যন্ত যা সামনে এসেছে, তা হৈমশৈলের চূড়ামাত্র। বাকি টাকা কোথায়? জানতে এবার জেলে গিয়ে অনুব্রতকে জেরা করবে ইডি। তার প্রস্তুতি সেরে ফেলেছেন তদন্তকারীরা।
অনুব্রতকে বেঁধার জন্য ৫০টি প্রশ্নের তালিকা সাজিয়ে ফেলেছেন তদন্তকারীরা। দিল্লি থেকে আসছেন গরুপাচার মামলার তদন্তকারী অফিসার ও তাঁর টিম। কী কী প্রশ্ন থাকছে কেষ্টর জন্য?
সূত্রের খবর, ইডি আধিকারিকরা জানতে চান, এনামুল হককে কীভাবে চেনেন? কবে থেকে চেনেন? এনামুলের সঙ্গে কেষ্ট কেন কথা বলতেন? এনামুল হকের অভিযোগ,গরুপাচারের জন্য প্রোটেকশন মানি দিতে হত। কেন টাকা নিতেন? আপনার কোন কোন ব্যবসা রয়েছে? আপনার কতগুলি চালকল রয়েছে? আপনার মেয়ে স্কুল শিক্ষিকা। তাঁর নামে কোটি কোটির সম্পত্তি কেন? এত টাকা সুকন্যা কোথা থেকে পেলেন?
আপনার বার্ষিক আয় কত? কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? আপনার নির্দিষ্ট কোনও পেশা নেই, তাহলে আপনার আয়ের উত্স কী? মলয় পিট, মনীশ কোঠারি সঙ্গে আপনার সম্পর্ক কী? আপনার ঘনিষ্ঠবৃত্তে থাকা মানুষদের সম্পত্তি এত বাড়ল কী করে? জোর করে কম দামে জমি কিনেছেন কেন?
সায়গল ছাড়া বীরভূমের দাপুটে নেতার ঘনিষ্ঠ বৃত্তে থাকা লোকজনদের সম্পত্তি নিয়ে প্রশ্ন সাজিয়ে তৈরি রেখেছে ইডি। সুকন্যা, সায়গল, মনীশ কোঠারিদের জেরা করে তথ্য মিলেছে, তা হাতিয়ার করেই এবার কেষ্টকে ঘিরে ফেলতে চান তদন্তকারীরা। প্রসঙ্গত, ইতিমধ্যেই অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির কোম্পানির নথিও তলব করেছেন ইডি আধিকারিকরা।