আসানসোল : ময়দানে ‘খেলা’ হলে নাকি মা-ই জিতিয়ে দেবেন। এমনটাই বলতেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বারবার নির্বাচনে দলের সাফল্যে মা কালীর প্রতি আরও বেশি বিশ্বাস বেড়েছিল তাঁর। কখনও তারাপীঠে, কখনও কঙ্কালিতলায় পুজো দিতে দেখা যেত তাঁকে। ২০২১ সালে বোলপুরের তৃণমূল কার্যালয়ে মা কালীকে ৫৭০ ভরি গয়না পরিয়ে পুজো করেছিলেন তিনি। আপাতত তিনি জেলে। খাওয়া, শোওয়া, অসুবিধা হচ্ছে অনেক কিছুরই। তাই বলে কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো করবেন না কেষ্ট! শুক্রবার সকালে জেলের মধ্যেই তাই মা কালীর পুজো সারলেন তিনি।
সূত্রের খবর, এ দিন সকালে উঠে স্নান করে পোশাক বদলে মায়ের পুজো করেছেন জেল হেফাজতে থাকা অনুব্রত মণ্ডল। বীরভূমে থাকলে হয়ত কোনও মন্দিরে গিয়ে পুজো দিতেন। কিন্তু এমন কঠিন সময়ে যেটুকু উপাচার সম্ভব হল, সেটুকুতেই পুজো দিলেন তিনি।
সংশোধনাগারের মধ্যে কালী মূর্তি কোথায় পাবেন! সংশোধনাগারের মধ্যে থাকা হনুমান মন্দিরের পাশে একটি টাইলসের ওপর মা কালীর ছবি রয়েছে। তাতেই পুজো দিলেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, পুজো করার জন্য তিনি পেয়েছেন ধূপ, নকুল দানা ও লালজবা।
গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত। ১৪ দিন সিবিআই হেফাজতে থাকার পর বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। আসানসোল জেলেই আপাতত দিন কাটছে তাঁর। এর আগে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে থাকাকালীনও তিনি মা কালীর ওপর ভরসা রেখেছিলেন বলে জানা যায়। শোনা গিয়েছিল, বীরভূম থেকে নিজাম প্যালেসে পৌঁছনোর পর থেকেই নাকি বারবার পাঞ্জাবীর পকেট থেকে আশীর্বাদী ফুল মাথায় ঠেকাচ্ছিলেন তিনি। তদন্ত যখন পুরোদমে চলছে, তখন সেই ‘মা’-এর ওপরেই ভরসা রেখেছিলেন অনুব্রত।
শুধু মন্দিরে গিয়ে পুজো দেওয়াই নয়, দীর্ঘদিন ধরে বোলপুরের তৃণমূল কার্যালয়ে পুজো করেন তিনি। মা কালীকে সাজান সোনার গয়নায়। প্রতি বছর গয়নার পরিমান বাড়ান অনুব্রত। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সফল হওয়ার পর গয়নার পরিমান বেড়ে যায় অনেকটাই। নিজে হাতে ৫৭০ ভরির গয়না পরিয়ে দিয়েছিলেন তিনি। হার, মুকুট, মান্তাসা বাদ দেননি কিছুই। জানা যায়, ভোট এগিয়ে গেলে যজ্ঞও করতেন তিনি।