Anubrata Mondal: ‘মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’, বুকে কেষ্টর ছবি সেঁটে আদালতের বাইরে সওয়াল পৌরকর্মীর

Chandra Shekhar Chatterjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 17, 2023 | 12:55 PM

Anubrata Mondal: প্রথমে ১৭৭ ও পরে ৫৪ টি অ্যাকাউন্টের পর ৩ ফেব্রুয়ারি নতুন ১১৫ টি অ্যাকাউন্টের নথি জমা করেছিল সিবিআই। এই অ্যাকাউন্টগুলি বাফার অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করার হদিশ পেয়েছে সিবিআই।

Anubrata Mondal: মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, বুকে কেষ্টর ছবি সেঁটে আদালতের বাইরে সওয়াল পৌরকর্মীর
বুকে অনুব্রতর ছবি

Follow Us

আসানসোল: তারাপীঠ ও ঘাগর বুড়ি মন্দিরে পুজো দিয়েছেন। বুকে আবার অনুব্রত মণ্ডলের ছবি! বীরভূম থেকে আসানসোল জেলে হাজির কেষ্টর অনুগামী!
১৪ দিন জেল হেফাজতে থাকার পর আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। এদিন জেলের বাইরে বুকে অনুব্রত মণ্ডল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে দাঁড়িয়ে ছিলেন এক অনুগামী। যিনি বীরভূম থেকে এসেছেন। নাম রজত গরাই। দুবরাজপুর পৌরসভার কর্মী তৃণমূলের একনিষ্ঠ কর্মী। অনুব্রত মণ্ডল যেন খুব তাড়াতাড়ি জেল থেকে মুক্তি পান, তার জন্য তারাপীঠে পুজো দিয়েছেন। আসানসোলে মা ঘাগর বুড়ি মন্দিরে পুজো দিয়েছেন তিনি। জেলের বাইরে দাঁড়িয়ে থাকলেও অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর দেখা হয়নি। কারণ পুলিশ কালো কাচের গাড়িতে করে চটজলদি আদালতে নিয়ে যায় অনুব্রতকে। সেখান থেকে রজত গরাই চলে যান আসানসোল আদালতে। পূর্ণ শুনানি শেষ না হওয়া পর্যন্ত তিনি আদালতে বাইরেই থাকেন। রজত গরাইয়ের দাবি, অনুব্রত মণ্ডলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবারই সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা। উদ্ধার হওয়া ১১৫ টি বাফার ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলির সঙ্গে কেষ্টর কী যোগ রয়েছে, সেটাই জানতে চাইছেন তদন্তকারীরা। সিবিআই ব্যাঙ্কের সঙ্গে অনুব্রত মণ্ডলের সরাসরি যে যোগাযোগ রয়েছে, সেই তথ্য জোগাড় করার জন্যই ছুটে বেরাচ্ছেন তদন্তকারীরা।

প্রথমে ১৭৭ ও পরে ৫৪ টি অ্যাকাউন্টের পর ৩ ফেব্রুয়ারি নতুন ১১৫ টি অ্যাকাউন্টের নথি জমা করেছিল সিবিআই। এই অ্যাকাউন্টগুলি বাফার অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করার হদিশ পেয়েছে সিবিআই। তার বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরা হয়। এদিনও এই বিষয়গুলো আদালতে পেশ করা হবে।

Next Article