Anubrata Mondal: ‘অনুব্রতর সামাজিক ও রাজনৈতিক প্রভাব প্রশ্নাতীত’, নির্দেশনামায় লিখল আদালত

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 24, 2022 | 6:47 PM

CBI : আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক বুধবার তাঁর অর্ডারে লিখেছেন, "এখনও পর্যন্ত তদন্ত যতদূর অগ্রসর হয়েছে, তাতে অভিযুক্তের বিরুদ্ধে পোক্ত তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে। বর্তমান সময়ে তাঁর সামাজিক ও রাজনৈতিক প্রভাব প্রশ্নাতীত।"

Anubrata Mondal: অনুব্রতর সামাজিক ও রাজনৈতিক প্রভাব প্রশ্নাতীত, নির্দেশনামায় লিখল আদালত
অনুব্রত মণ্ডল

Follow Us

সু জ য় পা ল

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আসানসোলের সিবিআই বিশেষ আদালত। ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের প্রভাবশালী তত্ত্ব কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে বার বার তুলে ধরা হচ্ছিল। বুধবার আদালতও মেনে নিল অনুব্রত মণ্ডল প্রভাবশালী। এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক যে অর্ডার লিখেছেন, তাতে বলা হয়েছে “অনুব্রত মণ্ডলের সামাজিক ও রাজনৈতিক প্রভাব প্রশ্নাতীত।” প্রসঙ্গত, এ রাজ্যে আদালতের কোনও নির্দেশনামায় কাউকে এভাবে প্রভাবশালী হিসেবে উল্লেখ করা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। আইনি বিশেষজ্ঞদের একাংশের মতে, পশ্চিমবঙ্গে কোনও আদালতের নির্দেশনামায় এই প্রথম এই ধরনের কথা লেখা হল।

আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী বুধবার তাঁর অর্ডারে লিখেছেন, “এখনও পর্যন্ত তদন্ত যতদূর অগ্রসর হয়েছে, তাতে অভিযুক্তের বিরুদ্ধে পোক্ত তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে। বর্তমান সময়ে তাঁর সামাজিক ও রাজনৈতিক প্রভাব প্রশ্নাতীত। সব দিক বিবেচনা করা আমার মনে হয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে বর্তমান পরিস্থিতিতে জামিন দেওয়া সঠিক হবে না। সেই কারণে জামিনের আবেদন খারিজ করা হল।”

প্রসঙ্গত এর আগে প্রভাবশালী তকমায় দীর্ঘদিন জেল থেকে বেরোতে পারেননি তৃণমূল বিধায়ক মদন মিত্র। কিন্তু সেই সময়েও বিচারপতির নির্দেশনামায় এমন স্পষ্টভাবে উল্লেখ ছিল না। উল্লেখ্য, কিছুদিন আগেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক হুমকি চিঠি পেয়েছিলেন। যে চিঠিটি লেখা হয়েছিল তার মর্মার্থ ছিল, অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া না হলে বিচারক ও তাঁর পরিবারকে মাদক মামলায় ফাঁসানো হবে। সেই বিষয়টি হাইকোর্টের রেজিস্ট্রারকেও জানিয়েছিলেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।

এদিকে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের নামে বিশাল অঙ্কের সম্পত্তির খোঁজ ইতিমধ্যেই পেয়েছেন সিবিআই গোয়েন্দারা। যদিও, সায়গলের সেই সম্পত্তির সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনও যোগ নেই বলেই দাবি তাঁর আইনজীবীর।

Next Article