আসানসোল: বাড়ির ছাদে তেরঙ্গা ঝান্ডা বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ইঞ্জিনিয়ারিং ছাত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের কল্যাণপুর হাউজ়িং এলাকায়। মৃতের নাম সৌমিক দত্ত (২০)। সৌমিক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। ওড়িশার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন। ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ির ছাদে পতাকা লাগাতে গিয়েছিলেন সৌমক। বৃষ্টি পড়ছিল। তারই মধ্যে ছাদে গিয়েছিলেন তিনি। সেখানে বিদ্যুতের তারের খোলা অবস্থায় বাইরে পড়েছিল।
উড়িষ্যায় থাকেন। ছুটিতে বাড়ি এসেছিলেন। এদিন বৃষ্টি মাথায় নিয়ে বাড়ির ছাদে জাতীয় পতাকা লাগাতে যায় সে। বাড়ির ছাদের সামনেই রয়েছে বিদ্যুতের খোলা তার। সেই খোলা তার পতাকার লোহার রড বিদ্য়ুতের খোলা তার স্পর্শ করে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন ওই ছাত্র।
ছাদেই ছিটকে পড়েন তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জেলা হাসপাতালে সৌমিকের দেহ নিয়ে যাওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ পাড়া প্রতিবেশীরাও। পরিবারের সদস্যরা কথা বলার মতো পরিস্থিতিতে নেই।
এক প্রতিবেশী বলেন, “সকালেই দেখলাম ছেলেটাকে। সব ঠিক। সকাল থেকেই আসলে বৃষ্টি পড়ছিল। কী থেকে যে কী হয়ে গেল…”