Asansol Murder: বেসরকারি কারখানার নিরাপত্তারক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 23, 2022 | 12:47 PM

Asansol Murder: প্রশ্ন উঠছে, এটি আত্মহত্যার ঘটনা ? নাকি রাইফেলটি নাড়াচাড়া করতে গিয়ে অসাবধানবশত গুলি চলে গিয়েছে? নাকি খুন ?

Asansol Murder: বেসরকারি কারখানার নিরাপত্তারক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
দেহ উদ্ধার (ফাইল চিত্র)

Follow Us

আসানসোল: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল বেসরকারি কারখানার নিরাপত্তারক্ষীর। শুক্রবার ঘটনা ঘটেছে সালানপুরের দেন্দুয়ায় একটি বেসরকারি লোহা ইস্পাত কারখানায়। মৃতের নাম আনন্দ অরবিন্দ(৩৫)। মৃত নিরাপত্তা রক্ষীর আরেক সহকর্মী আশিস দাসের রাইফেলের গুলিতেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনা পর থেকে পলাতক গানম্যান আশিস দাস। ঘটনা জুড়ে রহস্যের দানা বেঁধেছে।

কারখানার অন্যান্য কর্মীদের দাবি, গুলির শব্দ শুনে তাঁরা ছুটে যান। তাঁরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে নিরাপত্তারক্ষী আনন্দ অরবিন্দ। তার পাশে পড়ে রয়েছে গানম্যান আশিস দাসের রাইফেলটি। অন্য শ্রমিকরা জানান ‘গানম্যান’ আশিস দাস নাকি নিরাপত্তারক্ষী অরবিন্দকে রাইফেলটি দিয়ে বাইরে খাবার খেতে গেছিলেন।
তখনই এই ঘটনা ঘটে।

প্রশ্ন উঠছে, এটি আত্মহত্যার ঘটনা ? নাকি রাইফেলটি নাড়াচাড়া করতে গিয়ে অসাবধানবশত গুলি চলে গিয়েছে? নাকি খুন ? ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর নিরাপত্তারক্ষী আনন্দ অরবিন্দকে জেলা হাসপাতালে পাঠানো হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশিস দাসের সঙ্গে আনন্দের কোনও পুরনো শত্রুতা ছিল কিনা, থাকলে তা কী নিয়ে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

কারখানার এক কর্মী বলেন, “আমরা যখন দেখি, তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিলেন ওঁ। গুলির শব্দ আমরা শুনতে পেয়েছিলাম সবাই। বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে।”

Next Article