আসানসোল : প্রজাতন্ত্র দিবস (Republic Day 2023) উপলক্ষে দিন রাজ্য়ের নানা প্রান্তে নানারকম অনুষ্ঠান। স্কুল থেকে ক্লাব, সর্বত্রই হল জাতীয় পতাকা (National Flag)। কোথাও কোথাও আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও হল। কিন্তু, এরইমধ্যে অদ্ভূত ঘটনা ঘটে গেল আসানসোলের এক স্কুলে। স্কুলের বিরুদ্ধে উঠল জাতীয় পতাকা অবমাননার অভিযোগ। সূত্রের খবর, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন সকাল ৮টা নাগাদ আসানসোলের মণিমালা গার্লস স্কুলে তোলা হয়েছিল জাতীয় পতাকা। দিনভর পতপত করে উড়লো সেই পতাকা। কিন্তু, দেখা যায় ওই পতাকায় তেরঙা হলেও নেই কোনও অশোক চক্র। এদিকে স্কুলেই চলছিল সরস্বতী পুজো। ভিড় করেছিলেন স্কুলের বর্তমান থেকে প্রাক্তন পড়ুয়ারা। তাঁরা দেখেন স্কুলে জাতীয় পতাকা তোলা হলেও তাতে নেই কোনও অশোক চক্র। এদিকে ততক্ষণে ওই পতাকার ছবি ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। ওঠে নিন্দার ঝড়।
শোরগোল শুরু হয়ে যায় গোটা এলাকায়। স্কুলের পড়ুয়ারই ঘটনার কথা প্রধান শিক্ষকের নজরে আনেন। সাড়ে তিনটে নাগাদ নামিয়ে আনা হয় পতাকাটিকে। যদিও প্রধান শিক্ষকের দাবি, পতাকায় অশোক চক্র ছিল। কিন্তু, কোনও কারণে তা মুছে গিয়ে আবছা হয়ে গিয়েছে। তবে এর জন্য তিনি দুঃখপ্রকাশও করেন। যদিও তারপরেও থামছে না বিতর্ক। স্কুলের এক কর্মচারি বলেন, “২৬ জানুয়ারির জন্যই পতাকা তোলা হয়েছিল। স্কুলের ছাত্র-শিক্ষকরা একসঙ্গেই পতাকা তুলেছিলেন। তবে স্কুলে সরস্বতী পুজোও হচ্ছে। সেখানেও সকলে ব্যস্ত ছিলেন। আমরাও কাজ করছিলাম। সে কারণেই হয়তো ঠিক মতো লক্ষ্য রাখা যায়নি।”
প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় চৌধুরী বলেন, “আমি স্কুল ছেড়ে বাড়ি যাওয়ার পর ঘটনার কথা জানতে পারি। তারপরেই আবার স্কুলে ফিরে এসে পতকাটা নামানোর ব্যবস্থা করি। দেখা যায় পতাকায় অশোক চক্রের রং হালকা হয়ে গিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি এর জন্য লজ্জিত।” ঘটনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরাও। রীতিমতো বিস্ময়ের সুরে এক প্রাক্তন ছাত্রী বলেন, “স্কুলে তো এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। স্কুলে আসতেই তো একটা ভুল চোখে পড়ল। দেখি জাতীয় পতাকায় অশোক চক্র নেই। কিন্তু, এটা তো সবাই দেখছিল। তারপরেও পতাকাটা দীর্ঘক্ষণ উড়ল। আমরা তো এ ঘটনা দেখে অবাক। জাতীয় পতাকার সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে থাকে। সেখানে যেটা হল সেটা কাম্য নয়।”