Asansol Smuggling: ডাম্পারের ডিকিতে ভর্তি ‘ফ্ল্যাই অ্যাশ’, হাওয়াতে ছাই উড়তেই চক্ষু চড়কগাছ দুঁদে কর্তাদের

Asansol Smuggling: পাঞ্জাবি মোড় ফাঁড়ির ও রানিগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে অতর্কিতে অভিযান চালানো হয়।

Asansol Smuggling: ডাম্পারের ডিকিতে ভর্তি 'ফ্ল্যাই অ্যাশ', হাওয়াতে ছাই উড়তেই চক্ষু চড়কগাছ দুঁদে কর্তাদের
ধাতু পাচারের অভিযোগ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2023 | 10:33 AM

আসানসোল: অভিনব উপায়ে চোরাই লোহা পচারের চেষ্টা। ছাইয়ের নিচে লোহা চাপা দিয়ে ডাম্পারে করে লোহা পাচারের আগেই ধরা পড়ল চোরাই লোহা। বাজেয়াপ্ত করা হয়েছে ডাম্পারটিকেও। ডাম্পারটি বাজেয়াপ্ত করে রানিগঞ্জ থানার,পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পায়, জামুড়িয়া বিজয়নগর মোড় এলাকায় এক বেসরকারি লৌহ ইস্পাত কারখানা থেকে ফ্লাই অ্যাশ বোঝাই একটি ডাম্পার বের হয়। পুলিশের কাছে আগে থেকেই সেই খবর ছিল। পাঞ্জাবি মোড় ফাঁড়ির ও রানিগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে অতর্কিতে অভিযান চালানো হয়। নির্দিষ্ট এলাকায় ওঁত পেতে ছিল পুলিশ। রুটিন তল্লাশি চালাচ্ছিলেন আধিকারিকরা। দূর থেকে ডাম্পারটা দেখতে পেয়েই সন্দেহ হয়েছিল আধিকারিকদের। গাড়ি দাঁড় করিয়ে প্রথমে চালকে প্রশ্ন করা হয়। তাঁর কথায় অসঙ্গতি থাকায় তল্লাশি চালানো হয়। দেখা যায়, ডাম্পারের ডিকিতে ছাই ভর্তি। কিন্তু দুঁদে কর্তাদের চোখ এড়ায়নি বিষয়টি। ছাই সরাতেই বেরিয়ে পড়ে চোরাই লোহা। অতি মূল্যবান পিগ আয়রন বোঝাই করে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ।

জানা যাচ্ছে, ডাম্পারটি রানিগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। ভেতরে লোহা ভর্তি করে ওপর থেকে ফ্লাই অ্যাশ দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ গোপন সূত্রে এই পাচারের খবর পেয়ে ওই ডাম্পারটিকে আটক করে। পুলিশ এই ঘটনায় কারা যুক্ত রয়েছে ও কতদিন ধরে এই ভাবে ওই এলাকায় পাচার চলছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই চোরাই লোহা কোথায় পাচারের উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল তার তথ্য সন্ধান শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই মূলে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে এটা নিশ্চিত, ধৃতরা কেবল নীচু স্তরে কাজটা করে। এই পাচার চেন মারফত হয়ে থাকে। সেই সূত্র ধরেই এগোতে চাইছেন তদন্তকারীরা।