Asansol Election 2024 Result: বিরোধীদের ‘খামোশ’ করে আসানসোলে ঘাসফুল ফোটালেন শত্রুঘ্ন সিনহা

West Bengal Asansol Election Result 2024: উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের মধ্যে দ্বিমুখী লড়াই হয়েছিল। সিপিএম প্রার্থী দিলেও অনেকটাই পিছনে ছিল লড়াইয়ে। প্রায় ২ লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। বাইশ সালে উপনির্বাচনে ৩ লক্ষের বেশি ভোটের ব্যবধানে জেতেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। চব্বিশের নির্বাচনেও তিনি জিতলেন। ৫৯ হাজার ৫৬৪ ভোটের ব্যবধানে জয়ী হলেন শত্রুঘ্ন সিনহা।

Asansol Election 2024 Result: বিরোধীদের 'খামোশ' করে আসানসোলে ঘাসফুল ফোটালেন শত্রুঘ্ন সিনহা
দেখে নিন কে কত ভোট পেলেন
Follow Us:
| Updated on: Jun 06, 2024 | 4:57 PM

আসানসোল: একসময় ছিল বামদুর্গ। ২০১৪ সালে পদ্মফুল ফোটান বাবুল সুপ্রিয়। উনিশের নির্বাচনেও বাজিমাত করেন তিনি। তারপর তাঁর ফুল বদল। সাংসদ পদ থেকে পদত্যাগ। আর আসানসোলে উপনির্বাচনেও ফুল বদল হয়। জেতেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। এই লোকসভার যে ৭টি বিধানসভা রয়েছে, একুশের নির্বাচনে তার মধ্যে দুটি আসন পায় বিজেপি। তৃণমূল জেতে ৫টি আসন। চব্বিশের নির্বাচনেও তৃণমূলের টিকিটে লড়েন শত্রুঘ্ন সিনহা। আর বিজেপির প্রার্থী বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ এস এস আহলুওয়ালিয়া। সিপিএমের টিকিটে লড়েন জাহানারা খান। শেষ হাসি হাসলেন শত্রুঘ্ন সিনহা। দেখে নিন কে কত ভোট পেলেন।

আসানসোল:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল শত্রুঘ্ন সিনহা ৬০৫৬৪৫ জয়ী ৪৬.৫৩
বিজেপি এস এস আহলুওয়ালিয়া ৫৪৬০৮১ পরাজিত ৪১.৯৬
সিপিএম জাহানারা খান ১০৫৯৬৪ পরাজিত ৮.১৪

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিএম বিজেপি তৃণমূল
২০১৯ পাণ্ডবেশ্বর ১১,৫৮৩ ৭০,২৯৬ ৬৪,২৭৫
২০২১ পাণ্ডবেশ্বর ১২,১৯৬ ৭০,১১৯ ৭৩,৯২২
২০১৯ রানিগঞ্জ ১৮,৪৩৬ ৯২,৮৮২ ৬১,১৭২
২০২১ রানিগঞ্জ ২১,৬৮৮ ৭৪,৬০৮ ৭৮,১৬৪
২০১৯ জামুরিয়া ১৫,৫৪৯ ৭৬,০৫১ ৫৭,৯৯৯
২০২১ জামুরিয়া  ২৪,৮১৮ ৬২,৯৫১ ৭১,০০২
২০১৯ আসানসোল দক্ষিণ ১৪,৩৯৪ ১,১১,০২১ ৫৭,২০১
২০২১  আসানসোল দক্ষিণ ১৫,৯৭২ ৮৭,৮৮১  ৮৩,৩৯৪
২০১৯  আসানসোল উত্তর  ৯,৮৪৩  ৯৮,০২০  ৭৭,৭০৬
২০২১  আসানসোল উত্তর প্রার্থী দেয়নি ৭৯,৮২১ ১,০০,৯৩১
২০১৯ কুলটি  ৫,৯৮৭ ১,০৫,১৭৬  ৫৫,৮২৫
২০২১ কুলটি  ৫,৭৯৫ (কংগ্রেস)  ৮১,১১২ ৮০,৪৩৩
২০১৯ বারাবনি ১১,৭৬১ ৭৯,২৮১ ৬১,৪০৬
২০২১ বারাবনি ৮,৯৬২  ৬৪,৯৭৩ ৮৮,৪৩০