ATM Robbery: চুরি নয়, গোটা এটিএম-ই উঠিয়ে নেওয়ার চেষ্টা আসানসোলে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 04, 2022 | 8:30 PM

Asansol: পশ্চিম বর্ধমানের জামুরিয়া বিধানসভার ৮ নম্বর ওয়ার্ডের বীজপুর মোড়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

ATM Robbery: চুরি নয়, গোটা এটিএম-ই উঠিয়ে নেওয়ার চেষ্টা আসানসোলে
আসানসোলে এটিএম তুলে নেওয়ার চেষ্টা

Follow Us

আসানসোল: আর এটিএম ভেঙে লুঠ নয়, পুরো মেশিনটিই উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা দুষ্কৃতীদের। যদিও, স্থানীয় নিরাপত্তারক্ষীদের চেষ্টায় ব্যর্থ হল দুষ্কৃতীরা।

পশ্চিম বর্ধমানের জামুরিয়া বিধানসভার ৮ নম্বর ওয়ার্ডের বীজপুর মোড়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে জামুরিয়া থানার পুলিশ। এটিএম-এর ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরা ও খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এক নিরাপত্তারক্ষী বলেন, ‘এখানে চুরির চেষ্টা করা হয়েছিল। গোটা এটিএম উঠিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।’এটিএম ভেঙে টাকা চুরির অভিযোগ আজকের নয়। বারংবার একই গটনা ঘটেছে। খাস কলকাতায় এটিএম ভেঙে লক্ষ্য-লক্ষ্য টাকা চুরি হয়েছিল। কয়েকদিন আগে সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন একটি এটিএম-এর সামনে এক স্থানীয় বাসিন্দা ওই পথ দিয়ে মন্দিরে যাওয়ার সময় দেখতে পান, এটিএম ভাঙা। এরপরই তিনি রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে ওই ট্রাফিক পুলিশও এসে দেখেন, এটিএম ভাঙার চেষ্টা করা হয়েছে। এরপরই লালবাজার কন্ট্রোল রুম ও বউবাজার থানায় খবর দেওয়া হয়। ওই এটিএম থেকে টাকা চুরি হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।

চিত্তরঞ্জন অ্যাভিনিউ সংলগ্ন স্কুল অব ট্রপিকল মেডিসিনের ঠিক উল্টোদিকের ফুটপাথে থাকা ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএমে লুঠপাট চালানোর চেষ্টা করা হয়। এ দিন, সকালেই এটিএমের ভল্টের দরজা ভাঙা অবস্থায় পাওয়া যায়। এই দেখেই আন্দাজ করা হচ্ছে যে টাকা লুঠপাট চালানোর চেষ্টা করা হয়েছিল।

যে স্থানীয় বাসিন্দার নজরে প্রথম ভাঙা এটিএম নজরে পড়ে, তিনি বলেন, “আমি সকালে মন্দিরে যাচ্ছিলাম। সেই সময়ই ভাঙা এটিএমের দরজা নজরে পড়ে। সঙ্গে সঙ্গে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে খবর দিই এবং লালবাজারে জানাতে বলি। তিনিই লালবাজারের কন্ট্রোল রুম ও বউবাজার থানায় খবর দেন।”

Next Article