দুর্গাপুর: পঞ্চায়েত ভোটের দিন যদি তৃণমূল ভোট দিতে বাধা দেয়, তাহলে কী করতে হবে তা জানালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। নির্বাচনের প্রচারে বেরিয়ে পশ্চিম বর্ধমানের অন্ডালের টিজি ময়দানে একটি জনসভা করেন অগ্নিমিত্রা। সেই জনসভায় বক্তৃতা করার সময়ই ভোট দিনের বাধা এলে প্রতিরোধ করার ডাক দিয়েছেন তিনি। গ্রামের মহিলাদের বঁটি, ঝাঁটা, লাঠি, লঙ্কাগুঁড়ো নিয়ে মোকাবিলা করতে উদ্বুদ্ধ করেছেন। অগ্নিমিত্রার এই বক্তব্যের সমালোচনাও করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
পঞ্চায়েত নির্বাচনের জনসভা থেকে সকাল সকাল ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন অগ্মিমিত্রা। তাতে বাধা এলে প্রতিরোধ করতে বলেছেন গ্রামের ‘মা-বোনেদের’। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পল বলেছেন, “৮ জুলাই সকাল সকাল গিয়ে ভোট দিন। আর যদি ভোট দিতে গিয়ে তৃণমূল বাধা দেয়। তাহলে বাড়ির ঝাঁটা, লাঠি, বঁটি, লঙ্কাগুঁড়ো হাতে বেরিয়ে যাবেন।”
অগ্নিমিত্রা পালের এই মন্তব্যের সমালোচনা করেছেন তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, “বিজেপির নেতা নেত্রীরা পাগল হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষনা অনুযায়ী গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ নির্বাচন হবে। বিজেপি উস্কানিমূলক বক্তব্য রেখে নির্বাচন বানচাল করতে চাইছে।”