দুর্গাপুর: রাস্তার ধারে পড়ে ছিল তৃণমূলের পতাকা। সেই পতাকা যত্ন সহকারে তুলে রাস্তার ধারে ঠিকঠাকভাবে রেখে দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। পঞ্চায়েতের শেষ লগ্নের প্রচারে সোমবার সেই দৃশ্যই ধরা পড়ল দুর্গাপুরে। বিজেপির প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচারে আজ দুর্গাপুরের ফরিদপুর ব্লকে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। সেই সময় কাঁটাবেড়িয়া এলাকায় রাস্তার ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছিলেন তিনি। রাস্তার দু’ধারে থাকা বাড়িগুলির মানুষজনের সঙ্গে কথা বলছিলেন। তখনই জিতেন্দ্রর চোখে পড়ে তৃণমূলের একটা পতাকা রাস্তার ধারে পড়ে লুটোচ্ছে। তা দেখা মাত্র নিজেই এগিয়ে গিয়ে সেই পতাকা তুলে সযত্নে রাস্তার ধারে রেখে দিলেন তিনি।
এককালে এই তৃণমূলের ঝান্ডা হাতেই রাজনীতি করতেন জিতেন্দ্র। পরে দল বদলে বিজেপিতে। রাজ্যজুড়ে যখন পঞ্চায়েতের মুখে শাসক-বিরোধীর কাদা ছোড়াছুড়ি চলছে, তখন এই দৃশ্য সৌজন্যের নতুন বার্তা দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পরে জিতেন্দ্র তিওয়ারিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর বক্তব্য, যে মানুষ যে রাজনৈতিক মতাদর্শেই বিশ্বাস করুক না কেন, প্রতিটি রাজনৈতিক দলের পতাকার একটা আলাদা মর্যাদা থাকে। সেই কারণেই তিনি তৃণমূলের পতাকা তুলে ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছেন। একইসঙ্গে তৃণমূল শিবিরকে খোঁচা দিতেও ছাড়লেন জিতেন্দ্র। বললেন, এটাই তৃণমূলের সঙ্গে তাঁদের পার্থক্য।
এদিকে জিতেন্দ্র তিওয়ারির আজকের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জিতেন্দ্রর এই কাজের জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়। বললেন, ‘তিনি যে দলই করুন না কেন, যিনি দলীয় পতাকাকে সম্মান জানান, তাঁকে আমরা দলের তরফে কুর্নিশ জানাই।’