AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: বর্ধমানে BLO নিয়োগ নিয়ে ফের প্রশ্ন তুলল বিজেপি

Burdwan: বেশ কিছু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে বা দলের কর্মীকে বিএলও করা হয়েছে। এটা অগণতান্ত্রিক দাবি করে তাঁরা জানান, শহরের ২০ জনকে চিহ্নিত করেছেন। কোনও এলাকায় স্থায়ী শিক্ষক বা কর্মী নেই,  এটা বিশ্বাসযোগ্য নয়। তাঁর দাবি, এই ২০ জনের ৬ জন তৃণমূল কংগ্রেসের কর্মী। বাকিরা অস্থায়ী কর্মী।

Burdwan: বর্ধমানে BLO নিয়োগ নিয়ে ফের প্রশ্ন তুলল বিজেপি
কমিশনের দৃষ্টি আকর্ষণ বিজেপিরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 02, 2025 | 8:38 PM
Share

 বর্ধমান: বর্ধমান শহরে বিএলও নিয়োগ প্রক্রিয়া নিয়ে আবার সরব বিজেপি। বিজেপির বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তাঁ রবিবার অভিযোগ করেন, বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায় বে- আইনিভাবে বিএলও-দের নিয়োগ করা হয়েছে। তারা মোট ২০ জন বিএলও-র তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন।

অভিজিৎ তা এদিন দলীয় কার্যালয়ে সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশ না মেনেই কাজ হয়েছে।  কমিশন চেয়েছে, সাধারণভাবে  এলাকায় রাজ্য সরকারের স্থায়ী শিক্ষকদের নিয়োগ করতে হবে। না পেলে রাজ্য সরকারের অন্য  স্থায়ী কর্মীকে নিতে হবে। একান্তই না পেলে কেন্দ্রীয় সরকারের অধীন স্থায়ী শিক্ষক বা কর্মীকে নিয়োগ করতে হবে। অস্থায়ী কর্মীদের নিয়োগ করা যাবে না।

তাঁর অভিযোগ,  বেশ কিছু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে বা দলের কর্মীকে বিএলও করা হয়েছে। এটা অগণতান্ত্রিক দাবি করে তাঁরা জানান, শহরের ২০ জনকে চিহ্নিত করেছেন। কোনও এলাকায় স্থায়ী শিক্ষক বা কর্মী নেই,  এটা বিশ্বাসযোগ্য নয়। তাঁর দাবি, এই ২০ জনের ৬ জন তৃণমূল কংগ্রেসের কর্মী। বাকিরা অস্থায়ী কর্মী। তাঁরা বিকল্প হিসাবে ২০ জনের নাম সুপারিশ করেছেন।  তাঁদের বা অন্য কাউকে বেছে নেওয়ার আবেদন জানিয়েছেন। অবশ্য তিনি এও বলেন, তাঁরা সুপারিশ নয়, সাজেশন দিয়েছেন।

এদিকে,  সাঁইথিয়া শহরে ৫ জন বিএলও বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি। তাদের দাবি,  এই বিএলও-রা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত। তৃণমূলের প্রতিটি কর্মসূচিতেই তাঁদের সক্রিয় ভূমিকায় দেখা যায়। সাঁইথিয়া পুরসভার কর্মী সুখেন্দু খাঁকে বিএলও করার তীব্র আপত্ত জানিয়েছে বিজেপি। পাশাপাশি এক ছাত্র নেতার মাকে বিএলও করা হয়েছে বলে অভিযোগ। তিনি কতটা নিরপেক্ষ কাজ করতে পারবেন, তা নিয়ে আপত্তি রয়েছে বিজেপির।