Coal Scam Case: আদালতে অনুপস্থিত ৩ অভিযুক্ত, পিছিয়ে গেল কয়লা পাচার মামলার চার্জ গঠন
Coal Scam Case: প্রায় তিন বছর ধরে চলছে কয়লা পাচার মামলা। আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক নির্দেশ মতো আজ থেকেই মামলার ট্রায়াল শুরুর কথা ছিল। সেই মতো আজ ৪৩ জন অভিযুক্তকে তলব করা হয়েছিল। কিন্তু অনুপস্থিত ছিলেন তিনজন।
আসানসোল: চার্জ গঠন হল না কয়লাপাচার মামলায়। তিনজন অনুপস্থিত থাকার কারণে চার্জ গঠন হয়নি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। চার্জ গঠনের পরবর্তী দিন ৩ জুলাই। প্রসঙ্গত, কয়লা পাচারকাণ্ডে দু’টি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছিল। এরপর আজ চার্জ গঠনের কথা ছিল। কিন্তু সেই চার্জ গঠনের দিন পিছিয়ে গেল।
প্রায় তিন বছর ধরে চলছে কয়লা পাচার মামলা। আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক নির্দেশ মতো আজ থেকেই মামলার ট্রায়াল শুরুর কথা ছিল। সেই মতো আজ ৪৩ জন অভিযুক্তকে তলব করা হয়েছিল। কিন্তু অনুপস্থিত ছিলেন তিনজন। তাঁরা হলেন জয়দেব মণ্ডল, নারায়ণ খাড়গে ও বিনয় মিশ্র। এদের মধ্যে বিনয় ‘নিরুদ্দেশ’। প্রাথমিক অনুমান, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু বাকি দু’জন শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে উপস্থিত হননি আদালতে।
এ দিন, আদালতে বাকি ৪০ জন অভিযুক্ত ও তাঁদের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এমনকী অনুপ মাজি ওরফে লালা ও তাঁর আইনজীবীও ছিলেন আদালতে। এ প্রসঙ্গে তাঁর আইনজীবী বলেন, “সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেই কপি আমাদের দেওয়া হয়েছে। কিন্তু সেটি এতই বহরে বড় যে পুরোটা পড়ে ওঠা সম্ভব হয়নি। আর বাকি তিনজন অনুপস্থিত ছিলেন।”