Asansol Hospital: ‘বন্ধ’ এমার্জেন্সি, অনুব্রতর জন্য সাধারণের হয়রানি! প্রবল বিক্ষোভ হাসপাতালে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 25, 2022 | 11:53 AM

Anubrata Mondal: অভিযোগ, অনুব্রত মণ্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই সাধারণের জন্য জরুরি বিভাগের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

Asansol Hospital: বন্ধ এমার্জেন্সি, অনুব্রতর জন্য সাধারণের হয়রানি! প্রবল বিক্ষোভ হাসপাতালে
আসানসোল হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী

Follow Us

আসানসোল : এক ঘণ্টা পার হয়ে গেলেও টিকিট কাউন্টার বন্ধ। বাইরে রোগী কষ্ট পাচ্ছেন, অথচ জরুরি বিভাগে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এমন অভিযোগেই উত্তাল আসানসোল হাসপাতাল। জেল হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসার পরই কার্যত বিক্ষোভ শুরু হয় হাসপাতালে। লাঠিচার্জ করে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

বুধবার জেলে রাত কাটানোর পর বৃহস্পতিবার সকালে আদালতের নির্দেশ মতো আসানসোল জেল থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনুব্রতকে। এরপরই হাসপাতালের জরুরি বিভাগে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রোগীর পরিবারের দাবি, একজন জেল বন্দি নেতার জন্য কেন এ ভাবে কষ্ট দেওয়া হবে তাঁদের?

অভিযোগ, হাসপাতালের তরফ থেকে অপেক্ষারত রোগী ও তাঁদের পরিবারকে বলে দেওয়া হয়েছে, আপাতত টিকিট কাউন্টার বন্ধ। এক ঘণ্টা হয়ে গেলেও লাইনেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের। কেউ কেউ প্রশ্ন তোলেন, একজন অপরাধীকে কেন এ ভাবে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হবে? সাধারণ মানুষ কেন ভুক্তভোগী? হাসপাতালে পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের দাবি অনুব্রতর জন্য পুলিশ অতি সক্রিয়। যাঁরা অপেক্ষা করছেন তাঁদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা মহিলা, কারও অস্ত্রোপচার হয়েছে সম্প্রতি।

এই হাসপাতালে প্রতিদিন দূর থেকে বহু মানুষ আসেন বিভিন্ন বিভাগে চিকিৎসার জন্য। এ দিন সকাল থেকে হাসপাতালে একই ছবি দেখা যায়। কিন্তু গরু পাচার মামলায় জেল হেফাজতে থাকা অনুব্রত পৌঁছনোর আগেই থেকেই হাসপাতালে পুলিশি তৎপরতা শুরু হয় বলে অভিযোগ। একটি বিশেষ জায়গা রাখা হয়েছে অনুব্রতকে চিকিৎসার জন্য। অনুব্রতর জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর সহ একাধিক ব্যবস্থা রয়েছে। সেই জায়গা ঘিরে রেখে পুলিশ। সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

Next Article