Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি নিয়ে মিছিল CPIM-এর

Jayanta Biswas | Edited By: Soumya Saha

Apr 29, 2023 | 4:27 PM

CPIM: শনিবার দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি সহ ব্যানার নিয়ে নিয়োগ দুর্নীতির মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে পথে নামল সিপিএম (CPIM)। এদিন দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে সিপিএম।

Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি নিয়ে মিছিল CPIM-এর
বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের ছবি নিয়ে মিছিল

Follow Us

দুর্গাপুর: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে অভিষেক সংক্রান্ত মামলা সরে যাচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) একক বেঞ্চ থেকে। ওই মামলা অন্য কোনও বেঞ্চে শুনানি হবে। এই নির্দেশের পর বিচারপতি গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, তাঁর ধারণা, দুর্নীতি সংক্রান্ত অন্যান্য মামলাগুলিও  তাঁর এজলাস থেকে সরিয়ে দেওয়া হতে পারে। আর আজ, শনিবার দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি সহ ব্যানার নিয়ে নিয়োগ দুর্নীতির মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে পথে নামল সিপিএম (CPIM)। এদিন দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে সিপিএম।

বাসস্ট্যান্ডের পাশের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে বাঁকুড়া মোড়ে পর্যন্ত গিয়ে গিয়ে ফের স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে ফিরে আসে মিছিলটি। মিছিলের ব্যানারে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের ছবি সহ লেখা, ‘নিয়োগ দুর্নীতির মামলার দ্রুত নিষ্পত্তি এবং দুর্নীতির উৎসমুখকে অবিলম্বে শাস্তি দিতে হবে।’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি সহ ব্যানার নিয়ে লাল পতাকা কাঁধে সেই মিছিলে পা মেলান এলাকার সিপিএম নেতা-কর্মী ও সমর্থকরা।

এই বিষয়ে সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, ‘নিয়োগ দুর্নীতি মামলায় অবিলম্বে সবকিছুর নিষ্পত্তি করতে হবে। দুর্নীতির যাঁরা উৎসমুখ, তাঁদের গ্রেফতার করতে হবে। এই সমগ্র প্রক্রিয়ায় বিচারব্যবস্থার উপর মানুষের যে আস্থা রয়েছে, তা যেন অটল থাকে। বিচারবিভাগীয় ব্যবস্থা যেন সিবিআই ও ইডিকে দ্রুততার সঙ্গে এই তদন্তের নিষ্পত্তির জন্য বলে।’ গতকালের ঘটনা পরম্পরা সম্পর্কে জেলার সিপিএম নেতা বলেন, ‘যারা উচ্ছ্বাস দেখিয়েছেন, তারা চোরেদের পক্ষে। আর যারা মেধাসম্পন্ন যুবক-যুবতী, কাজ পাচ্ছেন না… তাঁরা গতকাল কষ্ট পেয়েছেন। যারা উচ্ছ্বাস দেখিয়েছে, তাদের উচ্ছ্বসিত হওয়ার কোনও উপায় নেই। আমাদের লড়াই থ্রি ডাইমেনশনাল। নেটে, কোর্টে ও হেঁটে – এই ত্রিমাত্রিক লড়াইয়ে চোরেদের শাস্তি হতেই হবে।’ সাম্প্রতিক ঘটনা পরম্পরার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের ছবি নিয়ে বামেদের এই মিছিল স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

Next Article