Asansol: দিনে দুপুরে স্করপিও গাড়ির সামনের সিট থেকে উদ্ধার হল ব্যক্তির রক্তাক্ত দেহ

Chandra Shekhar Chatterjee | Edited By: Soumya Saha

Apr 29, 2023 | 8:08 PM

Asansol: পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর থেকে আসানসোলের দিকে আসা একটি টাটা স্করপিও গাড়ির সামনের সিটে রক্তাক্ত অবস্থায় বসেছিলেন এক ব্যক্তি।

Asansol: দিনে দুপুরে স্করপিও গাড়ির সামনের সিট থেকে উদ্ধার হল ব্যক্তির রক্তাক্ত দেহ
এই গাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ (নিজস্ব ছবি)

Follow Us

আসানসোল: ফের আসানসোল (Asansol)। গাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল ব্যক্তির দেহ। পুলিশ সূত্রে খবর, গুলি করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে জামুড়িয়া থানার পুলিশ। জানা গিয়েছে, আসানসোলের চাঁদা মোড়ের কাছে দু’নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতর থেকে শনিবার রক্তাক্ত দেহটি উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম রাজেন্দ্র সাউ। বয়স ৪০ বছর।

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর থেকে আসানসোলের দিকে আসা একটি টাটা স্করপিও গাড়ির সামনের সিটে রক্তাক্ত অবস্থায় বসেছিলেন এক ব্যক্তি। নীচে পড়ে ছিল গুলির খোল। তৎক্ষনাত পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দেহটি। এরপর আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে জেলা হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। তবে কী কারণে দিনে দুপুরে ওই ব্যক্তিকে গাড়ির ভিতরে খুন করা হল, আদৌ খুন করা হয়েছে কি না সেই বিষয়ে খতিয়ে দেখছে জামুড়িয়া থানার পুলিশ।

প্রসঙ্গত, দিন কয়েক আগে এক ট্রাকচালকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ফের একই ঘটনা। বস্তুত, কয়েকদিন আগে ১ এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে গুলি করে খুন করা হয় কয়লার কারবারি রাজেশ ওরফে রাজু ঝা-কে। অভিযোগ, ল্যাংচা হাবের সামনে একেবারে সামনে থেকে গুলি করা হয়েছিল তাঁকে। মাঝ রাস্তায় গাড়ির ভিতরেই কয়েকজন মিলে খুন করে রাজুকে। সেই ঘটনার পর আজ আবারও এক ব্যক্তির দেহ সামনে এল।

Next Article