Jamuria Murder: বিজেপি কর্মী ‘খুনে’ তপ্ত জামুড়িয়া, ‘খুনি’কে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ

Chandra Shekhar Chatterjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 30, 2023 | 11:39 AM

Jamuria Murder: রানিগঞ্জের রানিসায়ের মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন বিজেপি কর্মীরা। শনিবার জাতীয় সড়কে স্করপিও গাড়ির ভেতরেই গুলি করে খুনের অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী রাজেন্দ্র সাউয়ের।

Jamuria Murder:  বিজেপি কর্মী খুনে তপ্ত জামুড়িয়া, খুনিকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ
বিজেপি কর্মী খুনে উত্তেজনা

Follow Us

আসানসোল: বিজেপি নেতার রাজেন্দ্র সাউয়ের খুনিকে ২৪ ঘণ্টার মধ্যে ধরতে হবে। এই দাবিতে রানিগঞ্জের রানিসায়ের মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন বিজেপি কর্মীরা। শনিবার জাতীয় সড়কে স্করপিও গাড়ির ভেতরেই গুলি করে খুনের অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী রাজেন্দ্র সাউয়ের। রাজেন্দ্র সাউ আসানসোল পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কনভেনের। পাশাপাশি তিনি একজন রেশনডিলার এবং জমি ব্যবসায়ী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা বিজেপি নেতৃত্ব। শনিবার বিকেলে তাঁরাও পথ অবরোধ করেছিলেন।

রবিবার বিজেপি কর্মীরা প্রতিবাদে দু’নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবিলম্বে খুনিকে খুঁজে বের করতে হবে। বিজেপির দাবি, এই খুনের পেছনে রাজনীতি রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ব্যবসায়িক সংক্রান্ত বা ব্যক্তিগত শত্রুতা থেকে খুন হতে পারে।

আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় রাজেন্দ্র সাউয়ের দেহ। পুলিশ জানায় ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এদিকে জাতীয় সড়ক ২০ মিনিট ধরে অবরুদ্ধ থাকার কারণে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশ তদন্তের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা। তবে মৃত রাজেন্দ্র সাউ পেশায় জমি ব্যবসায়ী। তাঁর বাবার দাবি, ছেলে সেদিন কোথায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল জানা নেই। তবে পকেটে ৫ লক্ষ টাকা নিয়ে বেরিয়েছিল। সেই টাকার খোঁজ নেই। সেই কারণেই খুন, অর্থাৎ ছিনতাই করতে বাধা দেওয়ার খুন, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশের অনুমান, গুলি করেই খুন করা হয়েছে রাজেন্দ্র কুমার সাউকে। সম্ভবত বুকে গুলি করে তাঁর। আসানসোল জেলা হাসপাতালেই রাজেন্দ্রকুমার সাউয়ের দেহ রাখা রয়েছে।

 

Next Article