Asansol Suicide: রেললাইনে পড়ে যুবক-যুবতীর ছিন্নভিন্ন দেহ, দুর্ঘটনা নাকি আত্মহত্যা?
Asansol Suicide: তবে রেল পুলিশের অনুমান লাইন পারাপার করার সময় রেলে কাটা পড়ে মৃত্যুহয়েছে ওই দুজনের।
আসানসোল : যুবক যুবতীর ছিন্নভিন্ন দেহ উদ্ধার হল রেললাইন থেকে। আসানসোল রেল ডিভিশনের সীতারামপুর রেল স্টেশনের পশ্চিম কেবিনের সামনে ওই জোড়া দেহ উদ্ধার হয়। কেবিন সংলগ্নে আপ স্লো মেইন লাইনে বৃহস্পতিবার সকালে ওই জোড়া মৃতদেহ উদ্ধার করে সীতারামপুর রেল পুলিশ। মৃত যুবকের আনুমানিক বয়স ২৭ বছর এবং যুবতীর আনুমানিক বয়স ২২। তবে এখনও পর্যন্ত মৃত যুবক যুবতীর কোনও পরিচয় পাওয়া যায়নি। এ দিন সকালে খবর পেয়ে সীতারামপুর রেল পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। তবে রেল পুলিশের অনুমান লাইন পারাপার করার সময় রেলে কাটা পড়ে মৃত্যুহয়েছে ওই দুজনের! স্থানীয়দের ধারণা এটি আত্মহত্যার ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।
এক প্রত্যক্ষদর্শী জানান, এ দিন সকালে দুই যুবক- যুবতীর দেহ পাওয়া গিয়েছে। এই ঘটনা আত্মহত্য়া বলেই মনে করছেন অনেকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোরের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হতেই পারে, তবে একসঙ্গে একই জায়গায় কীভাবে দুজনের মৃতদেহ উদ্ধার হয়, তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। ওই প্রত্যক্ষদর্শী উল্লেখ করেন, প্রতিনিয়ত আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে, তাই সমাজের পরিবর্তন দরকার। পরিবারের পরিবেশেও বদল আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
তবে ওই যুবক- যুবতীর নাম বা পরিচয় কী, তাঁরা কোন জায়গার বাসিন্দা, সে ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি। তাঁরা ট্রেন ধরবেন বলেই স্টেশনে গিয়েছিলেন, নাকি অন্য কোনও উদ্দেশ্যে, তা স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদেহ দেখে মনে করা হচ্ছে আচমকা ট্রেনে কাটা পড়েই মৃত্যু হয়েছে। তবে আসল কারণ এখনও জানা যাচ্ছে না।
আরও পড়ুন: Death in Sunstroke: প্রবল গরম থেকে নিস্তার নেই, রোদ মাথায় কাজ করতে করতেই মৃত্যু কালনায়