Asansol: কয়লা উত্তোলন করলেও গ্রামে নেই উন্নয়ন, বিক্ষোভ শ্রমিক সংগঠনের

Chandra Shekhar Chatterjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 16, 2024 | 11:44 PM

Asansol: ইসিএলের সালানপুর এরিয়ার ডাবর খনিতে শ্রমিকদের বিক্ষোভ। শনিবার বিক্ষোভ দেখিয়ে ঘেরাও করা হয় এজেন্ট ও ম্যানেজারকে। তাদের মূল দাবি শ্রমিকদের পদোন্নতি। প্রায় তিন ঘন্টা বিক্ষোভ চলার পর ডাবর খনির অধিকারিকদের দেওয়া আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়।

Asansol: কয়লা উত্তোলন করলেও গ্রামে নেই উন্নয়ন, বিক্ষোভ শ্রমিক সংগঠনের
আসানসোলে বিক্ষোভ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আসানসোল: কয়লা উত্তোলন করলেও গ্রামের জন্য কোনও উন্নয়ন মূলক করছে না ইসিএল। রাস্তা, পানীয় জলের অভাব মেটাতে সামাজিক দায়বদ্ধতার উন্নয়ন মূলক কাজ (CSR ) হচ্ছে না এলাকায়।
এদিকে অত্যধিক মুনাফা কামালেও পদন্নতি হচ্ছে না কর্মীদের। এই দাবিদাওয়া নিয়ে খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখাল তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত কেকেএসসি।

ইসিএলের সালানপুর এরিয়ার ডাবর খনিতে শ্রমিকদের বিক্ষোভ। শনিবার বিক্ষোভ দেখিয়ে ঘেরাও করা হয় এজেন্ট ও ম্যানেজারকে। তাদের মূল দাবি শ্রমিকদের পদোন্নতি। প্রায় তিন ঘন্টা বিক্ষোভ চলার পর ডাবর খনির অধিকারিকদের দেওয়া আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। এদিন শ্রমিক নেতা দীনেশ শ্রীবাস্তব জানান ইসিএল কর্তৃপক্ষ দাবি না মানলে আবারও হবে আন্দোলন।

শ্রমিক নেতা দীনেশ শ্রীবাস্তব বলেন, “আমরা আগের মাসে ২৮ তারিখ চিঠি দিয়েছিলাম। তার আগে ইসিএল-এর সঙ্গে একটা মিটিং করি। ওরা এগ্রিমেন্ট পেপার দেয়। আমরা যা যা দাবি করি তার কোনও উত্তর ওরা দেয়নি। তাই ওদের ১৫ দিন সময় দিলাম। কাজের কাজ না করলে বিক্ষোভ চলবে।”

Next Article