Asansol: দুই পড়শির ঝামেলায় চলল তলোয়ার! দৃশ্য থেকে স্তম্ভিত মধ্যস্থতাকারীরা

Chandra Shekhar Chatterjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 17, 2024 | 3:12 PM

Asansol: কুলটির মনোবেড়িয়া এলাকায় দুই আনসারি পরিবারের বাস। মাঝের একটা 'কমন' জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের অশান্তি। প্রতিবেশীদের দাবি, মাঝেমধ্যেই ঝগড়া ঝামেলা হত, কিন্তু স্থানীয়দের মধ্যস্থতায় তা মিটেও যেত।

Asansol: দুই পড়শির ঝামেলায় চলল তলোয়ার! দৃশ্য থেকে স্তম্ভিত মধ্যস্থতাকারীরা
আসানসোলে তলোয়ার নিয়ে হামলা
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল: একটা জমি নিয়ে দুই প্রতিবেশীর দীর্ঘদিনের ঝামেলা। কিন্তু রবিবার সকালে সে ঝামেলা তুঙ্গে ওঠে। আর সেই ঝামেলার মধ্যেই চলল তলোয়ার। চলল গুলিও। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কুলটি থানার বরাকরের মনোবেড়িয়ায়। ঘটনায় দু’জন আহত হয়েছেন। তাঁদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  কুলটির মনোবেড়িয়া এলাকায় দুই আনসারি পরিবারের বাস। মাঝের একটা ‘কমন’ জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের অশান্তি। প্রতিবেশীদের দাবি, মাঝেমধ্যেই ঝগড়া ঝামেলা হত, কিন্তু স্থানীয়দের মধ্যস্থতায় তা মিটেও যেত। কিন্তু রবিবার সকাল থেকে সেই অশান্তি নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে।

রবিবার সকালে ছোট ‘ইস্যু’ থেকে ঝামেলা শুরু হয়। ঝামেলা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, অশান্তির মাঝেই এক পক্ষ অপর পক্ষের ওপর তলোয়ার নিয়ে হামলা চালায়। শূন্যে গুলি চলে বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ঝামেলা মেটানোর চেষ্টা করছিলেন, কিন্তু অতর্কিতে অস্ত্র-গুলিচালনার ভয়ে আতঙ্কে পালিয়ে যান স্থানীয় বাসিন্দারাও।

দুই পরিবারের কয়েকজন আহত হয়েছেন। তার মধ্যে দু’জনের আঘাত গুরুতর।  ঘটনার খবর পেয়ে কুলটি থানার বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোথা থেকে অস্ত্র-বন্দুক এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Next Article
Asansol: কয়লা উত্তোলন করলেও গ্রামে নেই উন্নয়ন, বিক্ষোভ শ্রমিক সংগঠনের
Asansol: দশ বছর ধরে একই ব্যক্তিকে টেন্ডার ছাড়াই টোলপ্লাজার বরাত, কঠাগড়ায় জেলা পরিষদ