দুর্গাপুর: নিউ দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে আগুন-আতঙ্ক। শুক্রবার বেলা দশটা কুড়ি নাগাদ হাওড়া – নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসের চালক আপৎকালীন ব্রেক করে রাজবাঁধ স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেয়। S-2 কামরার চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখেন চালক। ট্রেন দাঁড় করিয়ে দেন। হঠাৎ ট্রেন দাঁড়িয়ে পড়ায় প্রথমে বুঝতেই পারেননি যাত্রীরা। পরে তাঁরাও দেখতে পান কামরা থেকে ধোঁয়া বের হচ্ছে।
দ্রুত রেলের ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়। রেলকর্মীরা গিয়ে দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান। স্থানীয় বাসিন্দারাও রেল কর্মীদের সহযোগিতা করেন। প্রায় আধ ঘণ্টা পড়ে দুরন্ত এক্সপ্রেস গন্তব্যে রওনা দেয়।
রেল সূত্রে জানা গিয়েছে, ব্রেক বাইন্ডিংয়ের কারণে গরম হয়ে ধোঁয়া বেরোতে শুরু করে। সময়মতো চালক ট্রেন দাঁড় করানোয় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
এক যাত্রী বলেন, “আমরা প্রথমে বুঝতে পারিনি। হঠাৎ করেই ট্রেন থেকে যায়। আমরা ভেবেছিলাম, ট্রেন এমনিই দাঁড়িয়ে রয়েছে। তারপর অনেককে দেখি ট্রেন থেকে নেমে চাকার দিকে তাকিয়ে রয়েছে। জানালা বন্ধ ছিল। বুঝতে পারিনি। পরে শুনি ট্রেনের চাকা দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। তবে বড় কোনও বিপদ হয়নি।”
কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।