Durgapur: ভর্তি ঘিরে জটিলতা, শিশুর মৃত্যুতে ধুন্ধুমার দুর্গাপুর মহকুমা হাসপাতালে
Durgapur: ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। শিশুটির সামান্য জ্বর হয়েছিল বলে পরিবারের দাবি। তাকে দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের রামানুজম থেকে স্থানীয় দুর্গাপুর নিগমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায় পরিবার। অবস্থার অবনতি দেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সাড়ে তিন বছরের শিশুকে।

দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা হাসপাতালে শিশুর ভর্তি ঘিরে জটিলতা, পরবর্তীতে মৃত্যু, তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের সামনেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। শিশুটির সামান্য জ্বর হয়েছিল বলে পরিবারের দাবি। তাকে দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের রামানুজম থেকে স্থানীয় দুর্গাপুর নিগমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায় পরিবার। অবস্থার অবনতি দেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সাড়ে তিন বছরের শিশুকে। বৃহস্পতিবার মহকুমা হাসপাতালে শিশু বিশেষজ্ঞকে দেখানোর পর তাঁকে ভর্তি নেওয়ার কথা বলে পরিবার। অভিযোগ, ভর্তি নিতে না চেয়ে কিছু ওষুধপত্র দিয়ে শিশুকে ছেড়ে দেয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। ওষুধ কিনে বাড়ি ফিরে আসার পর শুক্রবার ভোরে ফের শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। ফের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এরপরেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনেই ক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে বিশাল গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বারবার বলা সত্ত্বেও কেন কর্তব্যরত চিকৎসকরা ভর্তি নিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে মৃত শিশুর পরিবার। যদিও হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, “অভিযোগ ঠিক নয়, পরিবার রেফার কাগজপত্র দেখায়নি, এমনকি ভর্তি করতে বললেও, তারা ভর্তি করেননি।”

