দুর্গাপুর: বিরাট বড় ইট ভাটা। সকলে সেই হিসাবেই চেনে। প্রতিদিন প্রচুর ইট তৈরি হচ্ছে সেখানে। মালিক-শ্রমিক সকলেরই আনাগোনা। তবে তার আড়ালে কি না এইসব। কালো-কালো, শক্ত ছোট-বড় এইগুলো কী? প্রশ্ন উঠছিল। কারণ শীতের সকালে কুয়াশার মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। পরে কাছে যেতেই চক্ষুচড়ক গাছ হওয়ার জোগাড়। এ কী! ইটভাটার আড়ালে কয়লা? তবে কি চুরি করে সেগুলি লুকিয়ে রাখা হয়েছে?
ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার বনবহাল ফাঁড়ি সংলগ্ন এলাকায় ইট ভাটার আড়ালে চলছিল বেআইনি কয়লার কারবার। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৩৮১ টন কয়লা। ইসিএলের নিরাপত্তারক্ষী ও সিআইএসএফ যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩৮১ টন কয়লা বাজেয়াপ্ত করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইট ভাটার আড়ালে অবৈধ ভাবে কয়লার কারবার চলছিল।
বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তীর অভিযোগ, তৃণমূলের ছত্রছায়ায় ইট ভাটার আড়ালে কয়লার কারবার চলছে। অন্যদিকে ইসিএলের সিকিউরিটি ইন্সপেক্টর অশোক দাস জানান, গোপন সূত্র খবর পেয়ে অভিযান চালিয়ে ৩৮১ টন কয়লা উদ্ধার হয়েছে। ইট ভাটা কর্তৃপক্ষ কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি। তাই বাজেয়াপ্ত করা হয়েছে।