দুর্গাপুর: যৌনপল্লী থেকে উদ্ধার নাবালিকা। দুর্গাপুরের কাদারোড এলাকার যৌনপল্লীতে মেয়েটিকে দেখতে পেয়ে সন্দেহ হয় দুর্বার দুর্গাপুর শাখার সম্পাদক রানি রায়ের। সন্দেহবশত তাঁরা জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু সন্তোষজনক কোনও উত্তর না মেলায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই নাবালিকাকে।
সূত্রের খবর, রবিবার সন্ধেয় নাগাদ কাদারোড যৌনপল্লীতে একটি অপরিচিত মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেন দুর্বার সদস্যরা। তাঁরা অনুমান করেন, বাংলাদেশ থেকে কাজের লোভ দেখিয়ে আনা হয়েছে তাকে। তবে মেয়েটির সঙ্গে আর অন্য কারোর হদিশ পাওয়া যায়নি। ইতিমধ্যেই দুর্গাপুর থানার ওয়রিয়া ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সন্দেহভাজন একজনকে আটকও করা হয়েছে। সোমবার দুর্গাপুর থানায় মেয়েটিকে ফের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পান্ডে জানিয়েছেন তদন্ত চলছে। মঙ্গলবার মেয়েটিকে আদালতে তোলা হবে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
দুর্বার দুর্গাপুর শাখার সম্পাদক রানি রায় বলেন, “অফিস বন্ধ হয়ে যাওয়ার পর নিজেদের ঘরে যাচ্ছিলাম। সেই সময় ওই মেয়েটিকে দেখি রাস্তায় ঘোরাঘুরি করছিল। তখনই সন্দেহজনক মনে হয়। ওর কাছে থেকে আমরা নথি দেখতে চাই। সেটা দিতে পারেনি। এরপর আমরা প্রশাসনের হাতে তুলে দিই। বাকি কিছুই জানতে পারিনি।”