Fire: পরিত্যক্ত গাড়িতে আগুন, পানাগড়ে ঝলসে গেল ৪ শিশু

Jayanta Biswas | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 13, 2024 | 5:25 PM

Fire: আগুন লাগার পরই চীৎকার করতে থাকে চার শিশু। সেই আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরা কোনও রকমে গাড়ি থেকে চার শিশুকে বের করেন।

Fire: পরিত্যক্ত গাড়িতে আগুন, পানাগড়ে ঝলসে গেল ৪ শিশু
ঝলসে গেল গাড়ি
Image Credit source: TV9 Bangla

Follow Us

পানাগড়: খেলতে গিয়ে ঝলসে গেল ৪ শিশু। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা আগুন লেগে যায়। ভিতরে তখন খেলা করছিল চার শিশু। আর তাতেই দগ্ধ হয় তারা। রীতিমতো চিৎকার করতে শুরু করে। কোনও ক্রমে তাদের উদ্ধার করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আসলে পশ্চিম বর্ধমানের পানাগড়ে পুরনো গাড়ির যন্ত্রাংশের বাজার রয়েছে। সেই কারণে এই এলাকায় অনেক জায়গায় গাড়ি ফেলে রাখা হয়। তেমনভাবেই একটি গাড়ি রাস্তার ধারে দাঁড় করানো ছিল। তার মধ্যেই খেলছিল শিশুরা। হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা শিশুদের আর্তনাদ শুনে ছুটে যান। তাঁরাই গাড়ি থেকে বের করেন শিশুদের। দুজন কোনও ভাবে অগ্নিদগ্ধ অবস্থায় বের হতে পারলেও বাকি দু’জন বাইরে বেরতে পারেনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বুধবার দুপুর তিনটে নাগাদ কাঁকসার রাইস মিল রোডে ঘটনাটি ঘটে।

চার শিশুর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনেরই বয়স সাত-এর কম। তাই চিকিৎসকরাও এই ঘটনায় উদ্বিগ্ন।

ভিতরে কোনও বিস্ফোরক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর দেওয়া হয়েছে ফরেনসিক টিমকে। ফরেনসিক সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে খতিয়ে দেখবেন। ঘটনার তদন্ত করছে কাঁকসা থানার পুলিশ।

Next Article