Durgapur: ‘আমরা না থাকলে এর ওজনও ধরে নিতে…’, ময়দানে টাস্ক ফোর্স

Jayanta Biswas | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 13, 2024 | 3:27 PM

Durgapur: দুর্গাপুরে আজ শাক-সবজি সহ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে ময়দানে নেমেছে টাস্ক ফোর্স। বাজারে শাক সবজি, মাছ সহ জিনিসপত্রের অগ্নিমূল্য সমস্যায় পড়ছেন ক্রেতারা। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর জন্যই এই মূল্যবৃদ্ধি বলে অভিযোগ।

Durgapur: আমরা না থাকলে এর ওজনও ধরে নিতে..., ময়দানে টাস্ক ফোর্স
ময়দানে টাস্ক ফোর্স
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দুর্গাপুর: ‘প্লেটের তো একটা ওজন আছে…’, ‘আমরা না থাকলে তো ঠকাতেন…’ ঠিক এইভাবেই কখনও মাছবাজার, কখনও বা সবজি বাজারে ঘুরে বেড়ালেন টাস্কফোর্সের কর্তারা। কখনও বা পনির বিক্রেতার কাছে গিয়ে বললেন, ‘এভাবে ফ্রিজে না রেখে পনির বেচলে পরের দিন বন্ধ করে দেব।’ কখনও আবার বললেন মাছ বিক্রেতাদের কাছে দেখতে চাইলেন ওজন মাপার মেশিনের বৈধ কাগজপত্র।

দুর্গাপুরে আজ শাক-সবজি সহ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে ময়দানে নেমেছে টাস্ক ফোর্স। বাজারে শাক সবজি, মাছ সহ জিনিসপত্রের অগ্নিমূল্য সমস্যায় পড়ছেন ক্রেতারা। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর জন্যই এই মূল্যবৃদ্ধি বলে অভিযোগ। সেই অভিযোগে বুধবার সকালে দুর্গাপুরে সেন মার্কেট ও দুর্গাপুর বেনাচিতি মার্কেটে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় রাজ্য সরকারের টাস্কফোর্স। ওজনের গরমিল,সঠিক দাম ও ক্রেতারা সমমূল্যে সমপরিমাণ সবজি ও মাছ পাচ্ছেন কি না তা খতিয়ে দেখেন তারা।

ডেপুটি ম্যাজিস্ট্রেট সাথী দত্ত বলেন, “দামটা দেখার চেষ্টা করলাম। রিটেল আর হোলসেলের পার্থক্য দেখলাম কয়েকজন বেশি দামে বিক্রি করছে। মাছ বাজারে একজনকে ধরেছি। আমরা ওঁকে বলেছি দ্বিতীয়বার যেন না দেখি।”

Next Article