আসানসোল: রাত পোহালেই ভোট। সেই কারণে লাগাতার তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। জেলায় শুরু হয়েছে নাকা চেকিং ও তল্লাশি। আর তারপরই ভোটের আগের দিন আসানসোল ঝাড়খণ্ড সীমানায় নগদ চারলাখ টাকা নিয়ে ধৃত ধানবাদের এক বাসিন্দা।
সূত্রের খবর, পুর ভোটের কারণে নাকা চেকিং শুরু হয়েছে আসানসোল ঝাড়খণ্ড সীমানায়। জেলার ডুবুডি চেকপোস্টে পুলিশি তল্লাশি চালানো শুরু হয়। পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে আগত দু’চাকা ও চার চাকা গাড়িগুলিতেও চলে নাকা তল্লাশি। এই রকমই তল্লাশি চলাকালীন একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার হয় নগদ চার লাখ টাকা। একটি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় টাকাগুলি।
সঙ্গে-সঙ্গে পুলিশ গাড়ি চালক ও গাড়িতে থাকা ব্যক্তিকে আটক করে। ভোটের আগের দিন এত পরিমাণ নগদ টাকা এক সঙ্গে কোথায় এবং কেন নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ জিজ্ঞাসাবাদ করে গাড়ি চালককে। গাড়ির মধ্যে থাকা ব্যক্তি দাবি করেন, তাঁর নাম অনন্তকুমার দুবে। তিনি ঝাড়খণ্ডের তোপচাচী রাজগঞ্জ থেকে রানিগঞ্জে যাচ্ছিলেন গাড়ি কিনতে। ধৃতের দাবি তিনি স্টেট্ ব্যাঙ্ক থেকে ওই টাকা তুলে রানিগঞ্জের শোরুমে যাচ্ছিলেন। গাড়ির চালককে আটক করে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনায় অনন্তকুমার বলেন, “আমি গাড়ি কিনতে রানিগঞ্জ যাচ্ছিলাম। প্রায় চার লাখ টাকা আমার সঙ্গে ছিল। সেই কারণে পুলিশ আমায় ও আমার গাড়ি আটক করেছে।”
তবে পুলিশের, সন্দেহ ভোটের আগে নগদ টাকা নিয়ে বিষ্ণুকান্ত দূবে অসৎ কোনও উদ্দেশে ঝাড়খণ্ড থেকে আসানসোলে ঢুকছিলেন। তবে বিষ্ণুর দাবিও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একজনকেই আটক করা হয়েছে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আসানসোল: রাত পোহালেই ভোট। সেই কারণে লাগাতার তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। জেলায় শুরু হয়েছে নাকা চেকিং ও তল্লাশি। আর তারপরই ভোটের আগের দিন আসানসোল ঝাড়খণ্ড সীমানায় নগদ চারলাখ টাকা নিয়ে ধৃত ধানবাদের এক বাসিন্দা।
সূত্রের খবর, পুর ভোটের কারণে নাকা চেকিং শুরু হয়েছে আসানসোল ঝাড়খণ্ড সীমানায়। জেলার ডুবুডি চেকপোস্টে পুলিশি তল্লাশি চালানো শুরু হয়। পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে আগত দু’চাকা ও চার চাকা গাড়িগুলিতেও চলে নাকা তল্লাশি। এই রকমই তল্লাশি চলাকালীন একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার হয় নগদ চার লাখ টাকা। একটি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় টাকাগুলি।
সঙ্গে-সঙ্গে পুলিশ গাড়ি চালক ও গাড়িতে থাকা ব্যক্তিকে আটক করে। ভোটের আগের দিন এত পরিমাণ নগদ টাকা এক সঙ্গে কোথায় এবং কেন নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ জিজ্ঞাসাবাদ করে গাড়ি চালককে। গাড়ির মধ্যে থাকা ব্যক্তি দাবি করেন, তাঁর নাম অনন্তকুমার দুবে। তিনি ঝাড়খণ্ডের তোপচাচী রাজগঞ্জ থেকে রানিগঞ্জে যাচ্ছিলেন গাড়ি কিনতে। ধৃতের দাবি তিনি স্টেট্ ব্যাঙ্ক থেকে ওই টাকা তুলে রানিগঞ্জের শোরুমে যাচ্ছিলেন। গাড়ির চালককে আটক করে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনায় অনন্তকুমার বলেন, “আমি গাড়ি কিনতে রানিগঞ্জ যাচ্ছিলাম। প্রায় চার লাখ টাকা আমার সঙ্গে ছিল। সেই কারণে পুলিশ আমায় ও আমার গাড়ি আটক করেছে।”
তবে পুলিশের, সন্দেহ ভোটের আগে নগদ টাকা নিয়ে বিষ্ণুকান্ত দূবে অসৎ কোনও উদ্দেশে ঝাড়খণ্ড থেকে আসানসোলে ঢুকছিলেন। তবে বিষ্ণুর দাবিও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একজনকেই আটক করা হয়েছে।