Rain in Bengal : সন্ধ্যা নামতেই মুখ কালো আকাশের, ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি বাংলার একাধিক জায়গায়

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Mar 10, 2023 | 11:20 PM

Rain in Bengal : স্বস্তির বৃষ্টি বাঁকুড়া, দুর্গাপুরে। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিরও দেখা মিলল।

Rain in Bengal : সন্ধ্যা নামতেই মুখ কালো আকাশের, ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি বাংলার একাধিক জায়গায়
প্রতীকী ছবি

Follow Us

বাঁকুড়া ও দুর্গাপুর : পূর্বাভাস ছিল। আবহাওয়া দফতর (Weather Office) সাফ জানিয়েছিল চলতি সপ্তাহেই বৃষ্টিতে ভিজবে বাংলা। বসন্তের ঝকঝকে আকাশে বাড়বে মেঘের আনাগোনা। সত্যি হল পূর্বভাস। বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি। সন্ধ্যা নামতেই ব্যাপক ঝড়-বৃষ্টি দেখা গেল বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টির দেখা মিলল। এদিকে মার্চের শুরু থেকেই গরমের দাপট বেড়েছে বাংলায়। সেখানে আচমকা বৃষ্টিতে স্বস্তি আম-আদমির। 

দীর্ঘ চার মাস পর বৃষ্টির দেখা পেল বাঁকুড়ার বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যা থেকে পশ্চিম আকাশের দখল নেয় কালো মেঘের দল। রাত নামতেই দমকা ঝড় আর সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যায়। জেলার কিছু এলাকায় হালকা শিলাবৃষ্টিও হয়েছে। ঝড়, বৃষ্টি ও হালকা শিলা বৃষ্টির জেরে হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ায় ফের শীত শীত ভাব গোটা জেলাজুড়ে। স্বস্তির বৃষ্টি দুর্গাপুরেও। শুক্রবার সন্ধ্যেয় হালকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি শুরু হয় শহরে। তবে বৃষ্টির দাপট খুব একটা বেশি না থাকলেও এক পসলা বৃষ্টিতেই তাপমাত্রার পারা অনেকটাই নিম্নমুখী। স্বস্তিতে শহরবাসী।

এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে আগামী কয়েকদিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি পূর্ব ১১ তারিখে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুরে। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তারপরেও। মার্চের শেষ লগ্ন পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে গোটা বাংলাতেই। ১৭ ও ১৮  দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির জেরে ১৫ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু কমবে বলে মনে করা হচ্ছে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়। বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গও।

Next Article