AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘বিজেপির কাছে বাঙালি অস্মিতা সর্বোপরি’, পরিষ্কার বললেন মোদী

PM Modi: এখানেই শেষ নয়, তৃণমূল কীভাবে বাংলার সংস্কৃতী ধ্বংস করছে সে কথাও আজ বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, দেশে যেখানে বিজেপি রয়েছে, সেখানের বাংলার সম্মান রয়েছে।

PM Narendra Modi: 'বিজেপির কাছে বাঙালি অস্মিতা সর্বোপরি', পরিষ্কার বললেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: Tv9 Bangla
| Updated on: Jul 18, 2025 | 7:14 PM
Share

দুর্গাপুর: বাঙালি অস্মিতা কার কাছে সুরক্ষিত? ছাব্বিশের ভোটের আগে আপাতত এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কেন? কারণ, ‘বাঙালি’ অস্ত্রে শান দিয়ে তৃণমূল আর বিজেপি যে ভোট বৈতরণী পেরতে চাইছে সে কথা বলার অপেক্ষা রাখে না। গত বুধবার যখন শহরে এই ইস্যুতে পদযাত্রা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। আর এবার একই ইস্যুতে দুর্গাপুরে আদ্যপান্ত সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিষ্কার বললেন, “বাংলার অস্মিতা বিজেপির কাছে সুরক্ষিত।”

শুক্রবার দুর্গাপুরে সভা ছিল প্রধানমন্ত্রীর। সভার শুরুতেই মা দুর্গা ও মা কালীর নাম নেন প্রধানমন্ত্রী। আদ্যোপান্ত বাঙলা ভাষা, বাঙালির গর্ব, বাঙলি মনিষী সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করলেন। স্মরণ করলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, বিষ্ণু দে, বিধানচন্দ্র রায়ের মতো তাবড়-তাবড় বাঙালিদের। মোদী বলেন, “আজ বিষ্ণু দেবের জন্মদিন। তৃণমূল তো কংগ্রেসের সঙ্গে সরকার চালিয়েছিল, কিন্তু বাংলা ভাষা নিয়ে ভাবেনি। কিন্তু বিজেপি বাংলা ভাষার ব্যক্তিত্বদের সম্মান দিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে এক দশ এক সংকল্পের কথা বলেছিলেন-সেটাই করে দেখাতে চায় বিজেপি।”

এখানেই শেষ নয়, তৃণমূল কীভাবে বাংলার সংস্কৃতি ধ্বংস করছে সে কথাও আজ বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, দেশে যেখানে বিজেপি রয়েছে, সেখানের বাংলার সম্মান রয়েছে। তিনি বলেন, “কিন্তু বাংলা কী হচ্ছে, নিজের স্বার্থে, বাংলার পরিচয়কে নিলামে চড়িয়েছে। এখানে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছে। ভুয়ো কাগজ বানিয়ে তাঁদের রাখছে। যা দেশের জন্য বিপজ্জনক, বাংলা সংস্কৃতির জন্যও বিপজ্জনক। কিন্তু তুষ্টিকরণের জন্য করছে তৃণমূল।”

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “বাঙালির অস্মিতা? এরা বাঙলা ভাষাটাকেই দূর করে দিতে চাইছে। ডবল ইঞ্জিন সরকারকে কেন মোদী নির্দেশ দিয়েছেন বাংলা ভাষাভাষিদের গ্রেফতার করার। নরেন্দ্র মোদী কান খুলে শুনুন, একটা ভোটও নয়।”