দুর্গাপুর: ছক কষেছিল ডাকাতির। তবে তার আগেই পুলিশের তৎপরতায় গ্রেফতার দুষ্কৃতীরা। এক সঙ্গে ন’জন দুষ্কৃতীকে পাকড়াও করেছে পুলিশ। আটক হয়েছে দু’টি গাড়ি। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পানাগড়ের ইলামবাজার রাজ্য সড়কের ধারে।
জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে রাজ্য সড়কের ধারে বন্ধ কারখানার সামনে ঘোরাঘুরি করছিল একটি ট্রাক ও মারুতি ভ্যান। সেই সময় টহলরত পুলিশ তাদের আটকায়। সন্দেহজনক নজনকে প্রথমে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। তারপরই তাদের গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, গাড়িগুলিতে তল্লাশে চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র,গ্যাস সিলিন্ডার সহ গ্যাস কাটার মেশিন ও লোহা কাটার একাধিক যন্ত্র।
এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ওই কারখানাটিতে তারা ডাকাতির উদ্দেশ্য গিয়েছিল। অভিযুক্তদের কেউ কেউ বীরভূমের ইলামবাজার কেউ পূর্ব বর্ধমানের আউসগ্রাম ও গলসি এলাকার বাসিন্দা। অভিযুক্তদের রবিবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, কয়েকদিন আগেও কাঁকসার একটি বন্ধ কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছিল। ফলত,তারা এই ডাকাতির সঙ্গে যুক্ত কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ।