আসানসোল: চলছে ছটপুজো। আনন্দে মেতেছেন অবাঙলিরা। তবে এই আনন্দই বদলে গেল এক লহমায়। ছট পুজোর প্রস্তুতির মধ্যে বরাকর নদে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক নাবালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলে।
জানা গিয়েছে, মৃতের নাম অঙ্কিত মিশ্র (১৭)। রবিবার বরাকর নদীতে দুই বন্ধুর সঙ্গে স্নানে নেমেছিল অঙ্কিত। তবে আচমকাই গভীর জলে নেমে ডুবে যায় সে। তাঁর সঙ্গে আরও দুই বন্ধুও ছিল। তাঁরাও ডুবে গিয়েছিল বলে খবর। তবে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁরা কোনও ক্রমে বেঁচে যায়।
এ দিকে, শোকের ছায়া নেমে এসেছে অঙ্কিতের বাড়িতে। কারণ তাঁর বাড়িতেও ছট পুজো হচ্ছিল। ফলত, তাঁর পরিবারের প্রত্যেক সদস্য উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত। এই ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ মোতায়েন করা হয়। এরপরেই ঘটনাস্থলকে লাল রঙের কাপড় দিয়ে ঘিরে ফেলা হয়।
উল্লেখ্য, এ দিকে, ছটপুজো উপলক্ষ্যে কলকাতায় নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। মন্ত্রিসভার বৈঠকে চলেছে বিস্তর আলোচনাও। কলকাতায় ছট পুজোর দিন শহরের অতিরিক্ত প্রায় ৪ হাজার পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি দ্বায়িত্বে রয়েছেন ৩৫ ডিসি পদমর্যাদার পুলিশ কর্তাও। অপরদিকে, জেলাগুলিতেও তৎপর প্রশাসন। তবে পুলিশের নজর এড়িয়ে কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন।