Suvendu Adhikari: খনি-দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য শুভেন্দুর, বোঝালেন বিরোধীদের কাজ কী

Chandra Shekhar Chatterjee | Edited By: সায়নী জোয়ারদার

Nov 19, 2023 | 5:59 PM

Asansol: গত ১১ অক্টোবর রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে ধসে চাপা পড়ে ৭ জনের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল নিজে দাঁড়িয়ে ছিলেন সেই উদ্ধারকাজ চলাকালীন। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ৩ জনের মৃত্যু হয়েছে। সেই ৩ পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও তুলে দেয় রাজ্য সরকার।

Suvendu Adhikari: খনি-দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য শুভেন্দুর, বোঝালেন বিরোধীদের কাজ কী
রানিগঞ্জে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল: খোলামুখ খনিতে পর পর দুর্ঘটনা। আসানসোলের খনি এলাকা পরিদর্শন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রানিগঞ্জে বেআইনি খনিতে চাপা পড়ে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যও তুলে দেন তিনি। সেখানেই শুভেন্দু অভিযোগ তোলেন, প্রশাসনের কোনও হেলদোল নেই। বিরোধী দলনেতা বলেন, “রাজ্য সরকারের উচ্চস্তরের কোনও আধিকারিক এখনও পর্যন্ত পৌঁছয়নি বলেই আমাদের বিশ্বাস এবং এটা খুবই লজ্জাজনক।” শুভেন্দু বলেন, “এই কাজটা বিরোধী দলের নয়। বিরোধী দলের কাজ গঠনমূলক সমালোচনা করা। শাসকদলের কাজ সরকারি প্রশাসনকে সঙ্গে নিয়ে আর্ত মানুষের পাশে দাঁড়ানো।”

গত ১১ অক্টোবর রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে ধসে চাপা পড়ে ৭ জনের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল নিজে দাঁড়িয়ে ছিলেন সেই উদ্ধারকাজ চলাকালীন। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ৩ জনের মৃত্যু হয়েছে। সেই ৩ পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও তুলে দেয় রাজ্য সরকার।

তবে বিজেপির দাবি, বাকি ৪ নিহতের পরিবারকে সরকার বঞ্চিত করেছে। এরপরই রবিবার ওই ৪ জনের পরিবার-সহ মোট ৭ পরিবারের হাতে সহযোগিতার অর্থ সম্বলিত চেক তুলে দেওয়া হয়। নারায়ণকুড়ি মাঠে এক অনুষ্ঠানে তা দেওয়া হয়। গত ১১ অক্টোবর নারায়ণকুড়ি খোলামুখ খনিতে ধসে ৭ জনের মৃত্যুর অভিযোগ তোলে বিজেপি। আরও কয়েকজন চাপা পড়ে বলেও অভিযোগ ছিল এলাকাবাসীর। তবে ৩টি দেহের ময়নাতদন্ত হয়। প্রশাসন সূত্রের মৃতের সংখ্যাও ৩ বলেই জানা যায়।

Next Article