Asansol: দেবের হত্যায় গ্রেফতার প্রেমিকা পাম্মি, এবার রাহুলকে তুলে নিল পুলিশ
Asansol: তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে গিয়ে রাহুল মাজির নাম উঠে আসে। তদন্তকারীরা জানতে পারেন, এই রাহুল মাজির প্রেমিকার সঙ্গেও সম্পর্ক ছিল দেব সিংয়ের। রাহুলের প্রেমিকা ওই প্রোমোটিং অফিসেই কাজ করেন। এই ঘটনা মেনে নিতে না পেরেই রাহুল নিজেই গলার নলি কেটে দেব সিংকে খুন করেন।

আসানসোল: কুলটির সীতারামপুরে যুবক খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। প্রায় একমাস আগে হওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমে নিহত যুবক দেবজ্যোতি সিংয়ের প্রেমিকা পাম্মি শর্মাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তদন্ত এগোনোর পর পুলিশ জানতে পারল, প্রেমিকা পাম্মি নয়, দেবজ্যোতি সিং ওরফে দেব নামে ওই যুবককে বাইক থামিয়ে খুন করে রাহুল মাজি নামে এক যুবক। রূপনারায়ণপুরের জল ব্যবসায়ী ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৪ জুন রাতে কুলটি থানা এলাকার সীতারামপুরে রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেব সিংয়ের গলাকাটা দেহ। জামুড়িয়ার নিঘার বাসিন্দা দেব সিং একটি প্রোমোটিং সংস্থার অফিসে কাজ করতেন। নিজের প্রেমিকাকে বাড়ি ছেড়ে আসার পথে খুন হন দেব সিং। মৃত যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে প্রেমিককে খুনের অভিযোগে নিহত যুবকের প্রেমিকা পাম্মিকে গ্রেফতার করে পুলিশ।
কিন্তু তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে গিয়ে রাহুল মাজির নাম উঠে আসে। তদন্তকারীরা জানতে পারেন, এই রাহুল মাজির প্রেমিকার সঙ্গেও সম্পর্ক ছিল দেব সিংয়ের। রাহুলের প্রেমিকা ওই প্রোমোটিং অফিসেই কাজ করেন। এই ঘটনা মেনে নিতে না পেরেই রাহুল নিজেই গলার নলি কেটে দেব সিংকে খুন করেন। এর পরই রাহুলকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ধৃত খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও পুলিশ উদ্ধার করেছে।
সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পশ্চিম সন্দীপ কাররা বলেন, “প্রেমিকার সঙ্গে সম্পর্ক রাখার শোধ নিতেই ওই যুবককে খুন করেছে ধৃত। যে স্কুটি নিয়ে ফলো করেছিলেন, সেটা পাওয়া গিয়েছে। যে অস্ত্র দিয়ে মারা হয়েছে, সেই অস্ত্রও উদ্ধার হয়েছে। রাহুলের সঙ্গে আরও ২ জন ছিল বলে জানা গিয়েছে। তাঁদের ধরার চেষ্টা চলছে।” তিনি আরও বলেন, দেবকে খুনের জন্য রাহুলকে পাম্মি শর্মা উসকে ছিলেন কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। কারণ, ধৃত যুবতী রাহুলের সঙ্গেও কথা বলতেন। পুলিশ এই আধিকারিক আরও জানান, পুরো পরিকল্পনা করে খুন করা হয়েছে দেবকে।

