দুর্গাপুর : দুর্গাপুরে ২ দিনের সাংগঠনিক বৈঠকে বিজেপি (BJP)। যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), শামীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল সহ অনেক বিজেপি নেতাই। দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারে ITC ফরচুনে আয়োজন করা হয় বৈঠকের। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করতে দেখা যায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সেখানেই ফের একবার একাধিক ইস্যুতে রাজ্য সরকারের চাঁচাছোলা ভাষায় সমালোচনা করেন নন্দীগ্রামের বিধায়ক। সূত্রের খবর, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন দুর্গাপুরের বৈঠকে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। একইসঙ্গে শীঘ্রই দুর্নীতির প্রতিবাদে রাজ্যজুড়ে গণআন্দোলনেও নামবে পদ্ম শিবির। বৈঠকেও এই সিদ্ধান্তও হয়েছে বলে জানা যায়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে তাঁর সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানান শুভেন্দু। বলেন, “শিক্ষাব্যবস্থায় যে দুর্নীতি সামনে এসেছে, হাজার হাজার চাকরি বিক্রি করা হয়েছে, আজকেও যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হয়েছে। হাতনাতে ধরা পড়েছে। এতেই প্রমাণিত শিক্ষা ব্যবস্থার দুর্নীতিতে শুধু পার্থ-অর্পিতা যুক্ত নয়, শুধু মানিক-সুবিরেশরা যুক্ত নয়, আরও অনেকেই যুক্ত আছে। আক্রান্ত বিচার ব্যবস্থা। এটাও আজ বহু চর্চিত বিষয়। একটা সময় বামফ্রন্টের চেয়ারম্যান বলতেন, লালা বাংলা ছেড়ে পালা। কিন্তু, এখন বাংলার শাসক, এবং শাসকের মূল নেত্রী সব সীমা লঙ্খন করছেন। হাইকোর্টের বিচারপতিকে অপমান করার জন্য ৫ লক্ষ টাকা জরিমানা বার কাউন্সিলে জমা করেছেন। এই উদাহরণ আপনি গোটা দেশে পাবেন না।” এরপরই নাম না করে আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। কুন্তলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও এদিন তোপ দাগতে দেখা যায় শুভেন্দুকে।
পাশাপাশি নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে দল সবরকম থাকবে। এদিনের বৈঠকে এবিষয়েও ফের একবার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। এদিকে হাতে আর মাত্র কিছুদিন। তারপরেই বেজে যাবে পঞ্চায়েত ভোটের দামামা। পঞ্চেয়েতে ৭০ শতাংশের বেশি আসন পাবে বিজেপি, দাবি করেছেন মিঠুন চক্রবর্তী। তবে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোয় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা কতটা থাকবে তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। এবার আদালতের তত্ত্বাবধনেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচনের দাবি জানাবে বিজেপি। এদিনের বৈঠকে এ বিষয়েও আলোচনা চলে বলে জানা যাচ্ছে। অন্যদিকে শনিবার ভাঙড়ে আইএসএফের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা গিয়েছে তৃণমূলকে। আক্রান্ত হয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু।