Ram Mandir: অযোধ্যা থেকে আমন্ত্রণ এসেছে আসানসোলে, খুশিতে ডগমগ সেদিনের করসেবক অভয়

Chandra Shekhar Chatterjee | Edited By: সায়নী জোয়ারদার

Jan 09, 2024 | 9:18 AM

Asansol: ১৯৯০ সালে রাম মন্দির তৈরির দাবিতে অযোধ্যা গিয়েছিলেন অভয়। রামলালার মন্দির চেয়ে পথে নেমেছিলেন তিনি। ২০২৪ সালে সেই রামমন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আর সেখান থেকে এমন সুন্দর আমন্ত্রণপত্র পেয়ে অভয় বার্নওয়াল তো উচ্ছ্বসিত। খুশিতে আত্মহারা তিনি।

Ram Mandir: অযোধ্যা থেকে আমন্ত্রণ এসেছে আসানসোলে, খুশিতে ডগমগ সেদিনের করসেবক অভয়
আসানসোলের অভয় বার্নওয়াল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল: রামমন্দিরের উদ্বোধন ২২ জানুয়ারি। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন আসানসোলের অভয় বার্নওয়াল। যিনি এক সময় করসেবক হিসাবে অযোধ্যা গিয়েছিলেন। ৫৩ বছর বয়সি সেই অভয় বার্নওয়ালের আসানসোল হটনরোড মাস্টার পাড়ার আচলাবালা লেনে এসে পৌঁছেছে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র।

১৯৯০ সালে রাম মন্দির তৈরির দাবিতে অযোধ্যা গিয়েছিলেন অভয়। ২০২৪ সালে সেই রামমন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আর সেখান থেকে এমন সুন্দর আমন্ত্রণপত্র পেয়ে অভয় বার্নওয়াল তো উচ্ছ্বসিত। খুশিতে আত্মহারা তিনি।

পাড়ায় খবর ছড়িয়ে গিয়েছে যে রামভূমি থেকে আমন্ত্রণ এসেছে। এলাকার লোকজনও সেই আমন্ত্রণপত্র চাক্ষুষ করতে উসখুশ করছেন। একটি সাজানো বাক্সে পাঠানো হয়েছে কার্ডটি। রাম মন্দির ট্রাস্ট কমিটি তা পাঠিয়েছে। আমন্ত্রিতদের জন্য আলাদা বারকোড থাকছে আমন্ত্রণপত্রেই। সঙ্গে থাকা-খাওয়ার জন্য আলাদা কুপনও পাঠানো হয়েছে।

অভয় জানান, সে সময় আসানসোল থেকে ৮৫ জন করসেবক অযোধ্যা গিয়েছিলেন। অভয় বলছিলেন, প্রায় ৩৫০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হয়েছিল। অভয় বার্নওয়াল বলেন, “১৯৯০ সালের ২১ অক্টোবর আসানসোল থেকে আমরা করসেবকরা বের হই। ২৮ অক্টোবর অযোধ্যা পৌঁছই।” সেই রাম-ভূমি থেকে আমন্ত্রণ এসেছে। জানালেন, ২২ তারিখ অবশ্যই তিনি যাচ্ছেন সেখানে।

Next Article