Asansol Road Accident: বাইক দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেতার ছেলের

Chandra Shekhar Chatterjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 31, 2023 | 9:51 AM

Road Accident: বুধবার রাতে আসানসোল থেকে রূপনারায়ণপুরের দিকে ফেরার পথে চিত্তরঞ্জন আসানসোল রোডে রামডি মোড়ে শাহনওয়াজ বাইক দুর্ঘটনার শিকার হন। রাস্তায় বাইক নিয়ে পড়ে যান।

Asansol Road Accident: বাইক দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল নেতার ছেলের
মহম্মদ শাহনওয়াজ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আসানসোল: পথ দুর্ঘটনায় মৃত্যু পশ্চিম বর্ধমানের এক তৃণমূল নেতার ছেলের। বুধবার সালানপুর থানা এলাকায় চিত্তরঞ্জন রোডের দুর্ঘটনাটি ঘটেছে। ওই যুবক সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অন্যতম সদস্য মহম্মদ আরমানের ছোট ছেলে মহম্মদ শাহনওয়াজ। ঘটনায় এলাকায় শোকের ছায়া। পরে সালানপুর থানার পুলিশ এসে মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।

বুধবার রাতে আসানসোল থেকে রূপনারায়ণপুরের দিকে ফেরার পথে চিত্তরঞ্জন আসানসোল রোডে রামডি মোড়ে শাহনওয়াজ বাইক দুর্ঘটনার শিকার হন। রাস্তায় বাইক নিয়ে পড়ে যান। মাথায় চোট লেগে গুরুতর জখম হন তিনি। রক্তক্ষরণ হয় প্রচুর। পথ চলতি মানুষজন সালানপুর পুলিশকে খবর দেন। দুর্ঘটনাগ্রস্ত যুবককে অ্যাম্বুলেন্সে নিয়ে আসানসোল হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে। ঘটনার খবর যুবকের পরিবারকে দেওয়া হলে ঘটনাস্থলে পরিবারের লোকজন এসে পৌঁছন।

মর্মান্তিক এই ঘটনার সংবাদ পাওয়া মাত্রই বহু মানুষ হাসপাতালে পৌঁছে যান। ছুটে আসেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি নরেন চক্রবর্তী,রানিগঞ্জের বিধায়ক তথা এডিডি এ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে ম্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

সম্ভবত, কোনও চার চাকা গাড়ির সঙ্গে শাহনওয়াজের বাইকের সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। গোটা বিষয়টি সমস্ত দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে।

 

Next Article