আসানসোল : আসানসোলে বিদেশি মদের দোকান থেকে লক্ষাধিক টাকার লুঠের (Liquor Shop Robbery) ঘটনা ব্যাপক চাঞ্চল্য। শনিবার রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত এসবি গড়াই রোডের গড়াই বিল্ডিংয়ের কাছে একটি মদের দোকানে তিন বন্দুকধারী ঢুকে বন্দুকের ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুঠ করে বলে অভিযোগ। দোকানের কর্মীদেরও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ছিনতাইয়ের পুরো ঘটনাটিই ধরা পড়েছে সিসিটিভিতে। খবর পেয়ে ছুটে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ (Police)।
তবে ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। মদের দোকানের কর্মচারী শ্যামল দত্ত জানান, রাত সাড়ে ৯টার দিকে কাউন্টার বন্ধ হওয়ার পর দোকানের কর্মচারীরা যথারীতি হিসাবপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। অভিযোগ, সেই সময় ৩ জন লোক জোর করে শাটার তুলে দোকানে ঢুকে পড়ে। হাতে বন্দুক। তাঁদের এই রুদ্ররূপ দেখে স্বভাবতই ভয় পেয়ে যান দোকানের কর্মচারীরা। কী হতে চলছে তা বুঝতে আর বিন্দুমাত্র দেরি হয়নি।
তবে ততক্ষণে অ্যাকশন শুরু করে দিয়েছে ডাকাত দল। দোকানের কর্মচারীদের মারধর শুরু হয়ে গিয়েছে ততক্ষণে। কোথায় কত টাকা আছে তাও হাতাতে শুরু করে দুষ্কৃতীরা। সূত্রের খবর, দোকানে প্রায় ৪ লক্ষ টাকার উপর নগদ টাকা ছিল। পুরোটা নিয়েই চম্পট দিয়েছে ডাকাতেরা। দোকানের কর্মচারী শ্যামল দত্ত জানাচ্ছেন গত দুদিনে এই অঙ্কের টাকার মদ বিক্রি হয়েছিল দোকানে। এ ধরনের ঘটনায় তীব্র আতঙ্কে রয়েছেন তাঁরা। যদিও তাঁদের ধারনা, আগে থেকেই দোকানের বিষয়ে রেকি করেছিল ডাকাত দল। রাখা হচ্ছিল নজর। তারপরেই আচমকা হানা। এদিকে ডাকাতদের ধরতে ইতিমধ্য়েই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের।