DVC: দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি, আমন চাষে গতি আনতে ময়দানে ডিভিসি, দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হল জল
DVC: জুলাই মাস শেষ হতেও চললেও এখনও সে অর্থে ভারি বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গর জেলাগুলি। ফলে পূর্ব বর্ধমান-সহ বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলায় আমন চাষ অনেকটা পিছিয়ে রয়েছে। বৃষ্টির অভাবে বিস্তীর্ণ জমিতে এখনও চাষ শুরু হয়নি।
দুর্গাপুর: নিম্নচাপের জেরে গত দু’দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনও বৃষ্টির বিস্তর ঘাটতি রয়েছে। হাওয়া অফিসের শেষ আপডেট বলছে দক্ষিণবঙ্গে গড়ে ৪৪ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। তাতেই চিন্তা বেড়েছে বাংলার ধান চাষীদের। এবার পরিস্থিতি বাগে আনতে মাঠে নামল ডিভিসি। আমন চাষে গতি আনতে আজ থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য ছাড়া হল জল। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে ডিভিসির লেফট ব্যঙ্ক মেইন ক্যানেল ও রাইট ব্যঙ্ক মেইন ক্যানেল থেকে মোট ৬ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে।
জুলাই মাস শেষ হতেও চললেও এখনও সে অর্থে ভারি বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গর জেলাগুলি। ফলে পূর্ব বর্ধমান-সহ বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলায় আমন চাষ অনেকটা পিছিয়ে রয়েছে। বৃষ্টির অভাবে বিস্তীর্ণ জমিতে এখনও চাষ শুরু হয়নি। এই পরিস্থিতিতে ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় পরিস্থিতি কিছুটা বদলাবে বলেই মনে হচ্ছে। যদিও এরইমধ্যে বাংলায় জাঁকিয়ে বসেছে নিম্নচাপ। তার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভাল পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এদিন সকাল ৬টা থেকে দুর্গাপুর ব্যারেজের দু’পাশে থাকা সেচ খালে জল ছাড়া শুরু হয়। জানা গিয়েছে প্রাথমিক ভাবে ৬০০০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে রাইট ব্যাঙ্ক মেইন ক্যানেল ও লেফট ব্যাঙ্ক মেইন ক্যানেলে। আপাতত ১৫ দিন ধরে এই জল ছাড়া হবে বলে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। এর ফলে বাঁকুড়া, পুর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলায় আমন চাষ গতি পাবে বলে আশাবাদী সব পক্ষই। দেরিতে হলেও দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য প্রথম দফার জল ছাড়া শুরু হওয়ায় আশায় বুক বাঁধছে কৃষকরাও।