পশ্চিম বর্ধমান: কার্যত লকডাউন রাজ্যজুড়ে (Bengal)। বিধি নিষেধের কড়াকড়ি। রাস্তাঘাট জনশূন্য। গাড়িঘোড়াও নেই। পিচকালো সে সমস্ত রাস্তায় এখন রঙের আঁকিবুকি। রঙ্গোলির ধাঁচে সেজে উঠছে আসানসোল শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি। তবে সেই রঙের খেলায় রয়েছে করোনা নিয়ে সচেতনতা। সচেতন বার্তা দিচ্ছে আসানসোল উত্তর ট্রাফিক পুলিশ।
আসানসোল উত্তর ট্রাফিক পুলিশের উদ্যোগে বিভিন্ন রাস্তায় রঙিন ছবি দেখা যাচ্ছে। বিশাল একখানা করোনার ‘অবয়ব’। সঙ্গে লেখা ‘ফাইট এগেনস্ট করোনা’। কোথাও কোথাও আবার বাড়িতে থাকার বার্তা দেওয়া হয়েছে স্ট্রিট আর্টের মধ্যে দিয়ে। পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা রং তুলি হাতে নেমে পড়েছেন রাস্তায়। তাদের এই উদ্যোগে সঙ্গী হয়েছেন রীতিমত প্রশিক্ষণ নেওয়া শিল্পীরাও।
আরও পড়ুন: সুব্রত-মদন-শোভনের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড
আসানসোলের জুবিলি মোড়, সেনরেলে রোড, এইচএলজি মোড়ে ইতিমধ্যেই করোনা সতর্কতার স্লোগান ও আঁকিবুকি শুরু হয়েছে। ২ নম্বর জাতীয় সড়ক কাল্লা মোড়েও হবে সচেনতার ছবি আঁকা। আসানসোল উত্তর থানার ট্রাফিক পুলিশ একদিকে যেমন স্ট্রিট আর্টের মাধ্যমে গাড়ি চালক, পথচলতি মানুষকে করোনা সতর্কতার বার্তা দিচ্ছেন, একইসঙ্গে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক-স্যানিটাইজারও বিলি করছে রাস্তায়।