আসানসোল: নিছক সন্দেহের বশে দুই যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার হাটতলা মন্দির লাগোয়া এক গৃহস্থ বাড়িতে। অভিযোগ, দুই যুবক বাড়িতে সাফাই করে দেবেন বলে ঢুকেছিলেন। এরপর সেই বাড়িতেই তাঁরা মোবাইল ফোন চুরি করে। খবর ছড়াতেই হইচই শুরু হয় এলাকায়। ছুটে আসেন এলাকার লোকজন। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।
প্রমানন্দ মিশ্র নামে এক ব্যক্তির বাড়িতে ওই দুই যুবক সাফাইয়ের কাজ করতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই বাড়ির মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করেন। এমনও অভিযোগ, তাঁদের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধারও হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই দুই যুবক নেশায় আসক্ত। সেই টাকার জোগাড় করতেই এমন কাণ্ড।
এরপরই উত্তেজিত জনতা তাঁদের ধরে মারধর শুরু করেন। পালানোর চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি। এরপরই শুরু হয় মারধর। অভিযোগ, লাথি, কিল, ঘুষিতে একেবারে মাটিতে শুয়ে পড়েন তাঁরা। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে নিয়ে যায়। প্রশাসনের বক্তব্য, সবসময়ই সাধারণ মানুষকে সতর্ক করা হয় কোনওভাবেই যেন আইন নিজেদের হাতে তাঁরা না তুলে নেন। তারপরও এই ধরনের ঘটনা ঘটছে।