Asasnol: জঞ্জাল ফেলা নিয়েও গন্ডগোল, মারধর অবধি পৌঁছে গেল কংগ্রেস-তৃণমূলের ঝামেলা

Chandra Shekhar Chatterjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 15, 2024 | 4:41 PM

Asansol: কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডির অভিযোগ, আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের একটি কমপ্লেক্সে আর্বজনা পরিস্কার হয় না। তারই প্রতিবাদ এদিন করা হয়েছে। অন্যদিকে, আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান অনিমেষ দাসের অভিযোগ, প্রতিবাদের নামে এদিন আর্বজনা রাস্তার উপর ফেলে দেওয়া হয়েছে।

Asasnol: জঞ্জাল ফেলা নিয়েও গন্ডগোল, মারধর অবধি পৌঁছে গেল কংগ্রেস-তৃণমূলের ঝামেলা
আসানসোলে ঝামেলা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আসানসোল: আর্বজনা ফেলা কেন্দ্র করে উত্তেজনা। কংগ্রেস নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার জেরে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে কংগ্রেস নেতার হাতাহাতি। আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের সেনরালে রোডের ঘটনা।

কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডির অভিযোগ, আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের একটি কমপ্লেক্সে আর্বজনা পরিস্কার হয় না। তারই প্রতিবাদ এদিন করা হয়েছে। অন্যদিকে, আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান অনিমেষ দাসের অভিযোগ, প্রতিবাদের নামে এদিন আর্বজনা রাস্তার উপর ফেলে দেওয়া হয়েছে। অন্যারা অসুবিধার মধ্যে পড়েছেন। এটা করা উচিত হয়নি। অভিযোগ এই ঘটনা ঘিরে তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস ও কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডির মধ্যে বচসা হয়। তারপর হাতাহাতি হয়।

কংগ্রেস নেতার অভিযোগ, কাউন্সিলর ও তাঁর অনুগামী তাকে মারধর করেছে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর অনিমেষ। এ প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস বলেন, “বিভিন্ন জায়গা থেকে জঙ্গল কেটে এনে ফেলে দেয়। আমরা পরিষ্কার করে নিয়ে যাই। এখন ওরা জঞ্জাল নিয়ে গিয়ে রাস্তার মাঝে ফেলে দেয়।” আক্রান্ত কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডি বলেন, “কাউন্সিলর গুণ্ডা বাহিনী এনে আমাদের উপর চড়াও হয়। এসে বলছে আপনাদের নোংরা। আমরা প্রশ্ন করি কেন এখনও পরিষ্কার হয়নি?”

Next Article