Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shatrughan Sinha: ‘নিখোঁজ’ পোস্টারের পরের দিনই এলাকায় ফিরলেন শত্রুঘ্ন, ‘বিহারীবাবু’কে অবসরে পাঠানোর হুঁশিয়ারি সুকান্তর

Shatrughan Sinha: শত্রুঘ্নর সাফ উত্তর, "আমার সমর্থকরা জবাব দিয়েছে। ছোট ছোট ঘটনার প্রতিক্রিয়া আমি দিই না।"

Shatrughan Sinha: 'নিখোঁজ' পোস্টারের পরের দিনই এলাকায় ফিরলেন শত্রুঘ্ন, 'বিহারীবাবু'কে অবসরে পাঠানোর হুঁশিয়ারি সুকান্তর
শত্রুঘ্ন সিনহা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2022 | 7:08 AM

দুর্গাপুর: তাঁর নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়েছে। তাঁকে নাকি দেখাই যায় না এলাকায়। কথা হচ্ছে, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) বিষয়ে। আর এই নিখোঁজ পোস্টার ঘিরে যখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা, ঠিক তখনই অন্ডাল বিমানবন্দরে দেখা মিলল ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন সিনহার। ‘নিখোঁজ’ পোস্টার সাঁটানোর খবর ছড়ানোর একদিন পরেই এলাকায় ফিরলেন তৃণমূলের তারকা সাংসদ। যদিও এই পোস্টার বিতর্ককে একেবারেই গুরুত্ব দিতে চাইছেন না সাংসদ। পোস্টার ইস্যুতে শনিবার অন্ডাল বিমানবন্দরে তাঁকে প্রশ্ন করা হলে শত্রুঘ্নর সাফ উত্তর, “আমার সমর্থকরা জবাব দিয়েছে। ছোট ছোট ঘটনার প্রতিক্রিয়া আমি দিই না।” সাংসদ বললেন, “আমি ছটের জন্যই এসেছি এখানে।”

তিনি যে ‘নিখোঁজ’ নন, সেই কথাও অন্ডাল বিমানবন্দর থেকে বার বার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূলের তারকা সাংসদ। বললেন, “আপনারা জানেন তো আমি কতবার আসি এখানে। প্রত্যেক মাসে। নির্বাচনের পরে সাত-আট দিন আমি এখানেই ছিলাম। প্রত্যেক মাসে আমি এখানে এসেছি। গতমাসে তো ১৫-১৬ দিন আমি এখানেই ছিলাম। বিমানবন্দর থেকে বা থানা থেকে নিয়ে নিন রেকর্ড, আমি কতবার এসেছি।”

যদিও বিষয়টি নিয়ে খোঁচা দেওয়ার সুযোগ এখনও হাতছাড়া করতে নারাজ বিজেপির রাজ্য নেতৃত্ব। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে শনিবার বলেন, “প্রত্যেকবারই নিখোঁজ পোস্টার দিতে হবে। তারপর তিনি আসবেন। আমরা তো আগেই বলেছিলাম আসানসোলের জনগণকে। মানুষ সেই সময় ঠিকমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সন্ত্রাস ছিল, ভোট পরবর্তী হিংসা ছিল। ২০২৪ সালে যখন লোকসভা নির্বাচন আসবে, তখন আমরা বিহারীবাবুকে আবার রিটেয়ারমেন্ট দিয়ে দেব।”

উল্লেখ্য, সম্প্রতি কুলটির বেশ কিছু এলাকায় শত্রুঘ্ন সিনহার ছবি সহ ‘লাপতা’ পোস্টার পড়েছিল। বিশেষ করে ছট ঘাট এলাকাতে এই ধরনের পোস্টারগুলি দেখা গিয়েছিল। পোস্টারে লেখা ছিল,  সাংসদ শত্রুঘ্ন সিনহা ‘বিহারীবাবু’ নামে পরিচিত, কিন্তু বিহারীদের সব থেকে বড় ছট পুজো উপলক্ষে নিজের লোকসভা কেন্দ্রে সাংসদ নিখোঁজ। এই পোস্টার বিতর্কের পর সাংসদ অবশ্য শনিবার জানিয়ে দেন, তিনি ছটের জন্যই এসেছেন সেখানে।