দুর্গাপুর : সম্প্রতিতে প্যাকেটজাত কিছু খাবারের উপর জিএসটি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই তালিকায় রয়েছে মুড়িও (GST in Puffed Rice)। আর তারপর থেকেই তৃণমূল কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেছে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ভঙ্গিমায় মুড়িতে জিএসটি বসানোর প্রতিবাদ জানিয়েছেন। মঞ্চ থেকে হাতে মুড়ে নিয়ে মমতা বলেছিলেন, “আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।” আর দলনেত্রীর এই বার্তার পরই দুর্গাপুরে অভিনব প্রতিবাদে সামিল হতে দেখা গেল তৃণমূল শিবিরকে। পাঁচশো জনকে চপ-মুড়ি খাইয়ে চলল প্রতিবাদ কর্মসূচি।
রবিবাসরীয় সকালে মুড়িতে জিএসটি বসানোর প্রতিবাদে দুর্গাপুরে এক কর্মসূচিতে সামিল হতে দেখা গেল তৃণমূলের স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের। রাস্তার ধারে পথ চলতি মানুষদের খাওয়ানো হল চপ-মুড়ি। প্রায় ৫০০ জন মানুষকে খাওয়ানো হল মুড়ি। রাজ্যের শাসক শিবিরের বক্তব্য, কেন্দ্রীয় সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর জিএসটি বসানোর ফলে দেশের সাধারণ মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষদের উপর চাপ বাড়ছে। তাঁদের দাবি, দ্রুত মুড়ি, চিড়ে, গুড় এবং অন্য়ান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে।
বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতা পল্লবরঞ্জন নাগ বলেন, ভয়ানক সরকার এসেছে আমাদের দেশে। সব কিছুতে জিএসটি বসিয়ে দিচ্ছে। মুড়ির উপর জিএসটি বসানোর প্রতিবাদে আমরা এদিন পাঁচশো মানুষকে মুড়ি খাওয়ালাম। মুড়ির সঙ্গে চপ দেওয়া হচ্ছে। আমরা বোঝাতে চাইছে, খাবারের উপর এইভাবে প্রকোপ পড়ছে।”
উল্লেখ্য, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, কোনও ব্র্যান্ডের নাম সহ প্যাকেটজাত খাবারের ক্ষেত্রেই জিএসটি কার্যকর হবে। মুড়ির ক্ষেত্রেও সেই একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেবল প্যাকেটজাত কোনও ব্র্যান্ডের ক্ষেত্রেই এই জিএসটি কার্যকর হবে। তবে বিষয়টি নিয়ে শুরু থেকেই কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে চলেছে তৃণমূল শিবির। এবার আরও এক অভিনব প্রতিবাদে সামিল হতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। পথচারীদের ডেকে ডেকে খাওয়ানো হল চপ-মুড়ি।