দুর্গাপুর : তিনি বাঙালির নস্টালজিয়া। মৃত্যুর ৪২ বছর পরও নারীদের কাছে স্বপ্নের পুরুষ। তাঁর হাসিতে মুগ্ধ আট থেকে আশি। তিনি মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar)। আজ দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের মধ্যে মহানায়কের ‘গড়ন’ খুঁজে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিজিপি-র প্রশংসা করে তিনি বললেন, “আমাদের ডিজি খুব ভাল। উত্তম কুমারের মতো দেখতে।”
আজ দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দুই বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক করছিলেন মমতা। মঞ্চে উপস্থিত ছিলেন ডিজিপি মনোজ মালব্য। তাঁর পাশেই বসেছিলেন অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিনহা। প্রশাসনিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী ডিজিপি-র কাছে জানতে চান, তাঁর কিছু বলার আছে। মাইক নিয়ে সবে বলতে শুরু করেছেন ডিজিপি। হাল্কা সুরে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের ডিজিপি খুব শান্তশিষ্ট। দেখতে শুনতে একেবারের উত্তম কুমারের মতো।” মুখ্যমন্ত্রীর মন্তব্য শুনে প্রেক্ষাগৃহে সবাই হেসে ওঠেন। হেসে ফেলেন ডিজিপি-ও। আর পাশে বসে থাকা শত্রুঘ্ন সিনহা ডিজিপি-র দিকে তাকান। তারপর তিনিও হাসতে থাকেন।
হাসি থামিয়ে ডিজিপি মনোজ মালব্য মুখ্যমন্ত্রীকে বলেন, “ম্যাডাম আমাদের এখানে দুই অফিসার খুব ভাল কাজ করছেন। আসানসোল কমিশনারেটের সিপি সুদীপ এবং পূর্ব বর্ধমানের এসপি কামনাশিস-দু’জনেই খুব ভাল কাজ করছেন। টিমটাও খুব ভাল।”
১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার মনোজ মালব্য গত বছরের অগস্টের শেষে রাজ্য পুলিশের কার্যনির্বাহী ডিজি-র দায়িত্ব গ্রহণ করেন। তারপর ডিসেম্বরের শেষ দিকে রাজ্য পুলিশের ডিজি হন। আগামী বছরের মে মাসে অবসর নেবেন তিনি।
‘থানা থেকে আসছি’ সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার। মমতার মন্তব্যের পর কেউ কেউ বলছেন, পর্দায় পুলিশের ভূমিকা ফুটিয়ে তুলেছিলেন মহানায়ক। আর ডিজিপি বাস্তবের পুলিশ আধিকারিক। মমতা হাল্কা সুরে বললেও বাঙালির নস্টালজিয়াকে উসকে দিলেন এক লহমায়।